পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হ্যাকারদের কবলে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, বন্ধ সরাসরি সম্প্রচার - Supreme Court YouTube Channel - SUPREME COURT YOUTUBE CHANNEL

Supreme Court's YouTube Channel Hacked: সুপ্রিম কোর্টের একাধিক মামলার সরাসরি সম্প্রচার হয় শীর্ষ আদালতের নিজস্ব ইউটিউব চ্যানেলে ৷ সেই ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে শুক্রবার সকালে ৷

Supreme Court's YouTube Channel Hacked
সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 12:50 PM IST

Updated : Sep 20, 2024, 1:35 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: হ্যাকারদের কবলে দেশের শীর্ষ আদালত ! শুক্রবার হ্যাক করা হয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ৷ আদালতে চ্যানেলে শুনানির পরিবর্তে একটি মার্কিন কোম্পানি রিপল ল্যাবসের ক্রিপটোকারেন্সির ভিডিয়ো দেখা যাচ্ছিল ৷ এই মুহূর্তে চ্যানেলের লিঙ্কটিকে বন্ধ রাখা হয়েছে ৷ এই ঘটনার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে ৷

এই ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয় ৷ সাংবিধানিক বেঞ্চ এবং জনস্বার্থ মামলাগুলির সরাসরি সম্প্রচার এই চ্যানেলটির মাধ্যমে দেখতে পায় দেশের সাধারণ নাগরিক ৷ এদিন সকালে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটি খুললে সরাসরি সম্প্রচারে "Brad Garlinghouse: Ripple Responds To The SEC's $2 Billion Fine! XRP PRICE PREDICTION" লেখা ভেসে ওঠে ৷ তখনই বোঝা যায় যে, চ্যানেলটি হ্যাক করা হয়েছে ৷

গত 17 সেপ্টেম্বর আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে ৷ রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল দেশের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানান, এই মামলার লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এর তীব্র বিরোধিতা করেন ৷ তিনি সাফ জানিয়ে দেন, এই মামলাটি জনস্বার্থে ৷ এর সরাসরি সম্প্রচার বন্ধ করা হবে না ৷ আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও হত্যার ঘটনার মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে শীর্ষ আদালত ৷

2018 সালের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি মামলার রায়ে এই লাইভ স্ট্রিমিং করতে সম্মতি জানায় দেশের শীর্ষ আদালত ৷ সে সময় দেশের প্রধান বিচারপতি ছিলেন ইউইউ ললিত ৷ সংবিধানের 21 নম্বর ধারায় জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পক্ষে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মামলাগুলির সরাসরি সম্প্রচার শুরু হয় ৷ দেশের মধ্যে প্রথম গুজরাত হাইকোর্টে লাইভ স্ট্রিমিং হয় ৷

Last Updated : Sep 20, 2024, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details