হায়দরাবাদ, 14 জুন: গৃহবন্দি হলেন ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও ৷ তাঁর সঙ্গে কেসিআর-এর দলের প্রাক্তন মন্ত্রী হরিশ রাও-সহ আরও কয়েকজন নেতাকেও গৃহবন্দি করা হয়েছে বলে খবর। হায়দরাবাদের গাচ্চিবাউলি এলাকায় কেটিআরের বাড়ি ৷ মঙ্গলবার সকাল থেকে বাড়ির আশপাশে প্রচুর পুলিশ কর্মীকে দেখতে পাওয়া যায়। পরে দলের তরফে জানানো হয় তাঁকে গৃহবন্দি করা হয়েছে ৷
তেলেঙ্গানার রাজনীতিতে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷ বিগত সরকারের সময় ফর্মুলা ই-কার রেসিং প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে দাবি কংগ্রেস সরকারের। ইতিমধ্যে দুর্নীতি দমন শাখার জেরার মুখে পড়েছে কেটিআর-সহ অন্য নেতারা। এরইমধ্যে বিআরএস বিধায়ক কৌশিক রেড্ডিকে গ্রেফতার করেছে পুলিশ। হাইকোর্ট থেকে তিনি জামিনও পেয়েছেন। প্রশাসনের আশঙ্কা এবার রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্না থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি নেবে বিআরএস ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না-যায়, তার জন্য বিআরএসের বড় নেতাদের গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত 9 জানুয়ারি দুর্নীতি দমন শাখার আধিকারিকের সামনে হাজিরা দেন কেটিআর। তাঁকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়। তবে ম্যারাথন জেরা শেষে সাংবাদিকদের তিনি জানান, তাঁকে একই প্রশ্ন বারবার করা হয়েছে । এর মধ্যে একটি নির্দিষ্ট প্রশ্ন কমপক্ষে 80 বার জানতে চাওয়া হয়েছে। তিনি তাঁর উত্তরও দিয়েছেন বলে দাবি বিআরএস নেতার । তিনি আরও মনে করেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেই এক প্রশ্ন বারবার করা হয়েছে । এবার তাঁকেই গৃহবন্দি করা হল।
অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে 2014 সালে। পরপর দু'বার তেলেঙ্গানায় সরকার গড়ে বিআরএস (আগের নাম ছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি )। মুখ্যমন্ত্রী হন কে চন্দ্রশেখর রাও । তাঁরই ছেলে কেটিআর ৷ 2023 সালে কংগ্রেসের কাছে বিধানসভা নির্বাচনে হেরে যায় বিআরএস। আপাতত দলের প্রধান কেটিআর। তাঁর বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ।