বেঙ্গালুরু, 14 জানুয়ারি: মহাকুম্ভে রেকর্ড সংখ্যক চা বিক্রি করা লক্ষ্য ৷ তার জন্য চা ক্যাফে চেইন 'চায়ে পয়েন্ট'-এর সঙ্গে জোট বেঁধেছে কর্ণাটক মিল্ক ফেডারেশন ৷ সোমবার সংস্থার তরফে জানানো হয়, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় রেকর্ড চা বিক্রির জন্য 'চায়ে পয়েন্টে'র সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা ৷
এই জোটের অংশ হিসেবে চায়ে পয়েন্ট মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে 10টি দোকান তৈরি করেছে ৷ যাদের লক্ষ্য মেলা চলাকালীন 1 কোটি কাপেরও বেশি চা বিক্রি করা ৷ কর্ণাটক মিল্ক ফেডারেশন (KMF) একটি প্রেস রিলিজে জানিয়েছে, তাদের লক্ষ্য একটি ইভেন্টে সর্বাধিক সংখ্যক কাপ চা বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা ৷
সেখানে আরও বলা হয়েছে, মহাকুম্ভ মেলায় তৈরি করা চায়ের প্রতিটি কাপে নন্দিনী ব্র্যান্ডের সমৃদ্ধ এবং উচ্চমানের দুধ থাকবে ৷ যা চা প্রেমীদের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দেবে ৷ মিল্ক ফেডারেশনের মতে, চায়ের পাশাপাশি এই দোকানগুলি থেকে মিষ্টি ও মিল্কশেক-সহ বিভিন্ন পণ্যও থাকবে ৷
13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে 45 দিন ৷ অর্থাৎ, 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ সারা বিশ্ব থেকে কোটি কোটি পুণ্যার্থী আসবেন বলে মনে করা হচ্ছে ৷ 13 জানুয়ারি মহাকুম্ভের প্রথম দিনেই ডুব দিয়েছেন প্রায় দেড় কোটি পুণ্যার্থী ৷ মকর সংক্রান্তির দিন 40 কোটি মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে ৷ এরপরেও বেশ কয়েকবার শাহী স্নানের দিন রয়েছে ৷ সেইসব দিনগুলিতেও প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ৷