পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন অদ্ভুত গন্ধ ! জ্ঞান হারালেন 9 পড়ুয়া - STUDENTS FAINT

কোচিং ক্লাসে হঠাৎ অদ্ভুত গন্ধ ৷ এরপরই ছাত্রছাত্রীরা জ্ঞান হারাতে শুরু করলেন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

Students Lost Sense in Rajasthan
কোচিং সেন্টারের সামনে ভিড় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

জয়পুর, 16 ডিসেম্বর: হঠাৎ কোচিং সেন্টারের নয় পড়ুয়া-সহ 10 জন জ্ঞান হারালেন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুরের মহেশ নগর থানা এলাকার একটি প্রাইভেট কোচিং সেন্টারে ৷ এদিন সন্ধ্যায় ক্লাসের মধ্যেই পড়ুয়াদের শ্বাসকষ্ট শুরু হয় এবং তাঁরা জ্ঞান হারান ৷ এরপরই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে পুলিশের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন ৷

সূত্রে জানা গিয়েছে, কোচিংয়ে ক্লাস চলাকালীন এসি মেশিন থেকে গ্যাস লিক করেছিল ৷ সেই গন্ধেই অচেতন হয়ে পড়েন পড়ুয়ারা ৷ এখন সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

মহেশ নগর থানার আধিকারিক কবিতা শর্মা বলেন যে রিদ্ধি সিদ্ধি তিহারের কাছে একটি প্রাইভেট কোচিং সেন্টারে পড়ুয়ারা জ্ঞান হারান ৷ রবিবার কোচিংয়ের দ্বিতলে ক্লাস চলছিল ৷ 7টা নাগাদ ক্লাসঘর থেকে অদ্ভুত গন্ধ বেরতে শুরু করে ৷ ফলে 10 জন জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখন সবার শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ 10 জনের মধ্যে 8 জন ছাত্রী, একজন রাঁধুনি এবং একজন ছাত্র ৷ দু'জনকে সোমানী হাসপাতালে রেফার করা হয় ৷

ঘটনার খবর পেয়ে প্রশাসনিক স্তরে শোরগোল পড়ে যায় ৷ পড়ুয়াদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও হাসপাতালে যান ৷ ছাত্রনেতা নির্মল চৌধরী নিজের সমর্থকদের নিয়ে ধরনায় বসে পড়েন ৷ পুলিশের সঙ্গে এনিয়ে ঝামেলা বাধে ৷ ছাত্রনেতা জানান, কোচিং সংস্থার অবহেলায় এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন ৷ পুলিশের সঙ্গে গণ্ডগোলের পর কয়েকজন ছাত্রনেতাকে পুলিশ হেফাজতে নেয় ৷ কোচিং সেন্টারের সামনে মানুষের ভিড় সরানোর চেষ্টা করতে থাকে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details