ETV Bharat / bharat

প্রয়াত তবলা 'মায়েস্ট্রো' জাকির হুসেন - ZAKIR HUSSAIN PASSES AWAY

তাল কাটল তবলার ছন্দে ৷ প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর ৷

TABLA MAESTRO ZAKIR HUSSAIN
প্রয়াত তবলার 'মায়েস্ট্রো' জাকির হুসেন (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Dec 16, 2024, 7:23 AM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সুর ও তালের ছন্দপতন ! প্রয়াত তবলা 'মায়েস্ট্রো' জাকির হুসেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর ৷ সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রেখে গেলেন স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে ৷ সোমবার সকাল তাঁর পরিবারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

দীর্ঘদিন ধরে 'ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস' নামক হৃদরোগে ভুগছিলেন উস্তাদ জাকির হুসেন ৷ দু'সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় কিংবদন্তি এই তবলা বাদককে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ সোমবার সেখানেই জীবনের শেষ লড়াই হেরে যান তিনি ৷ তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে লেখা, "বিশ্বজুড়ে অগণিত সঙ্গীতপ্রেমীদের মধ্য়ে তাঁর অবদান জিইয়ে থাকবে ৷ অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে ৷"

উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তবলা জাদুকর উস্তাদ জাকির হুসেনের মৃত্যু সঙ্গীত জগতে এক বিরাট ক্ষতি । তিনি তাঁর অসাধারণ সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য পরিচিত ছিলেন । কয়েক প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন ৷ তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়ার সৌভাগ্য পেয়েছি আমি ৷"

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন জি'র প্রয়াণে গভীরভাবে শোকাহত । তিনি একজন সত্যিকারের প্রতিভা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন ৷ যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন । বিশ্বমঞ্চে তবলাকে অতুলনীয় ছন্দে লক্ষ লক্ষ মানুষকে বিমোহিত করেছেন।"

কিংবদন্তি তবলাবাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন ৷ 1951 সালের 9 মার্চ জন্ম হয় তাঁর ৷ মাত্র 3 বছর বয়সে তবলায় হাতেখড়ি ৷ তারপর আর হাত থামেনি ৷ মাত্র 7 বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি রবি শঙ্কর, আলি আকবর খান এবং শিবকুমার শর্মার সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছিল সকলের ৷ 1979 সালে বিখ্যাত মার্কিন কত্থক শিল্পী আন্তোনিয়া মিনেকোলার সঙ্গে সাত পাতে বাধা পড়েন এ প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক জাকির হুসেন ৷

বিগত 6 দশকের কর্মজীবনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও আন্তর্জাতিক সঙ্গীত জগতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের ৷ তাঁর হাত ধরে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীত ধারা 'জ্যাজ'-এর মিশেল ঘটে ৷ ভারত সরকারের তরফে 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিতে রয়েছে 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড-সহ আরও একাধিক বড় সম্মান ৷ তাঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি ৷

বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া রবিবার জাকির হুসেনের অসুস্থার খবর জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ পাশাপাশি পরিবারের তরফে শিল্পীর দ্রুত আরোগ্য কামনার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ জানানো হয়েছিল ৷ সেই সময় থেকেই উদ্বেগের কালো মেঘ ঘনিয়ে আসে ভারতীয় সঙ্গীত জগতে । এল দুঃসংবাদ, যা সকলের কাছেই অপ্রত্যাশিত ৷

পড়ুন: জাকির হোসেন থেকে রাহুল দেশপান্ডে, তিন দিন ধরে কলকাতা মজে রইল স্বর সম্রাট ফেস্টিভ্যালে

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সুর ও তালের ছন্দপতন ! প্রয়াত তবলা 'মায়েস্ট্রো' জাকির হুসেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর ৷ সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ রেখে গেলেন স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে ৷ সোমবার সকাল তাঁর পরিবারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

দীর্ঘদিন ধরে 'ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস' নামক হৃদরোগে ভুগছিলেন উস্তাদ জাকির হুসেন ৷ দু'সপ্তাহ আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় কিংবদন্তি এই তবলা বাদককে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ সোমবার সেখানেই জীবনের শেষ লড়াই হেরে যান তিনি ৷ তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে লেখা, "বিশ্বজুড়ে অগণিত সঙ্গীতপ্রেমীদের মধ্য়ে তাঁর অবদান জিইয়ে থাকবে ৷ অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে ৷"

উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "তবলা জাদুকর উস্তাদ জাকির হুসেনের মৃত্যু সঙ্গীত জগতে এক বিরাট ক্ষতি । তিনি তাঁর অসাধারণ সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য পরিচিত ছিলেন । কয়েক প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন ৷ তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়ার সৌভাগ্য পেয়েছি আমি ৷"

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন জি'র প্রয়াণে গভীরভাবে শোকাহত । তিনি একজন সত্যিকারের প্রতিভা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন ৷ যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন । বিশ্বমঞ্চে তবলাকে অতুলনীয় ছন্দে লক্ষ লক্ষ মানুষকে বিমোহিত করেছেন।"

কিংবদন্তি তবলাবাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন ৷ 1951 সালের 9 মার্চ জন্ম হয় তাঁর ৷ মাত্র 3 বছর বয়সে তবলায় হাতেখড়ি ৷ তারপর আর হাত থামেনি ৷ মাত্র 7 বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি রবি শঙ্কর, আলি আকবর খান এবং শিবকুমার শর্মার সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছিল সকলের ৷ 1979 সালে বিখ্যাত মার্কিন কত্থক শিল্পী আন্তোনিয়া মিনেকোলার সঙ্গে সাত পাতে বাধা পড়েন এ প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক জাকির হুসেন ৷

বিগত 6 দশকের কর্মজীবনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও আন্তর্জাতিক সঙ্গীত জগতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের ৷ তাঁর হাত ধরে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীত ধারা 'জ্যাজ'-এর মিশেল ঘটে ৷ ভারত সরকারের তরফে 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিতে রয়েছে 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড-সহ আরও একাধিক বড় সম্মান ৷ তাঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি ৷

বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া রবিবার জাকির হুসেনের অসুস্থার খবর জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ পাশাপাশি পরিবারের তরফে শিল্পীর দ্রুত আরোগ্য কামনার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ জানানো হয়েছিল ৷ সেই সময় থেকেই উদ্বেগের কালো মেঘ ঘনিয়ে আসে ভারতীয় সঙ্গীত জগতে । এল দুঃসংবাদ, যা সকলের কাছেই অপ্রত্যাশিত ৷

পড়ুন: জাকির হোসেন থেকে রাহুল দেশপান্ডে, তিন দিন ধরে কলকাতা মজে রইল স্বর সম্রাট ফেস্টিভ্যালে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.