ETV Bharat / state

পর্যটকদের জন্য সুখবর, ফের বারুইপুর থেকে সুন্দরবন বাস পরিষেবা চালু - BARUIPUR TO SUNDARBANS BUS SERVICE

দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ ছিল ৷ ফের বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি ও চুনাখালি - তিনটি রুটে বাস পরিষেবা চালু হল ।

Baruipur to Sundarbans Bus Service
বারুইপুর থেকে সুন্দরবন বাস পরিষেবা চালু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2024, 1:01 PM IST

বারুইপুর, 16 ডিসেম্বর: শীতের মরশুমে ঘুরতে যেতে চান সুন্দরবন ? তাহলে আপানাদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার সরাসরি বাসে করেই পৌঁছে যেতে পারবেন মানগ্রোভের দেশে ৷

কারণ, দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে ফের চালু হল সুন্দরবনের বাস পরিষেবা । বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি যাবে এই বাস । দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ ছিল ৷ যার ফলে মানুষকে এতদিন হয়রান হতে হয়েছে ৷ ক্যানিং হয়ে যাতায়াত করতে হতো সুন্দরবনের বিভিন্ন জায়গায় ৷ বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়াই পড়ত 50 টাকা । তারপর তো ছিল বাসের ভাড়া ৷

ফের বারুইপুর থেকে মিলবে সুন্দরবন বাস (ইটিভি ভারত)

বাস মালিক সংগঠন জানিয়েছে, বারুইপুর থেকে সুন্দরবন বাসের ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে ৷ পাশাপাশি 46টি বাস চলবে এই তিনটি রুটে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে এবং তাঁদের হয়রানি কমানোর জন্য ওই তিনটি রুটে সরাসরি বারুইপুর থেকে বাস পরিষেবা চালু করার উদ্য়োগ নেওয়া হয়েছে ।

রবিবার ওই তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল-সহ আরও অনেকে ।

Baruipur to Sundarbans Bus Service
তিনটি রুটের বাস পরিষেবা চালু হয়েছে (নিজস্ব ছবি)

বিমান বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কয়েক বছর আগে এই রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । যাত্রী না-থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে তাই ফের বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে জনবহুল এলাকা ৷ চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে । কোনও রেষারেষিতে যাওয়া যাবে না । কোনও ভাবেই এই বাস পরিষেবা বন্ধ করা যাবে না ।"

Baruipur to Sundarbans Bus Service
বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বাস পরিষেবার (নিজস্ব ছবি)

নতুন করে বাস পরিষেবা শুরু হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতের বিস্তর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে । এক এলাকার বাসিন্দা বলেন, "টোটোয় অনেক টাকা ভাড়া চলে যাচ্ছিল । বাস চালু হলে কিছুটা সাশ্রয় হবে ।"

প্রসঙ্গত, কয়েক বছর আগে বারুইপুর থেকে সুন্দরবন বাস পরিষেবা চালু হয়েছিল ৷ তবে যাত্রী না-থাকায় বন্ধ হয়ে গিয়েছিল সেই পরিষেবা । আর আবার বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ ।

বারুইপুর, 16 ডিসেম্বর: শীতের মরশুমে ঘুরতে যেতে চান সুন্দরবন ? তাহলে আপানাদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার সরাসরি বাসে করেই পৌঁছে যেতে পারবেন মানগ্রোভের দেশে ৷

কারণ, দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে ফের চালু হল সুন্দরবনের বাস পরিষেবা । বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি যাবে এই বাস । দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ ছিল ৷ যার ফলে মানুষকে এতদিন হয়রান হতে হয়েছে ৷ ক্যানিং হয়ে যাতায়াত করতে হতো সুন্দরবনের বিভিন্ন জায়গায় ৷ বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়াই পড়ত 50 টাকা । তারপর তো ছিল বাসের ভাড়া ৷

ফের বারুইপুর থেকে মিলবে সুন্দরবন বাস (ইটিভি ভারত)

বাস মালিক সংগঠন জানিয়েছে, বারুইপুর থেকে সুন্দরবন বাসের ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে ৷ পাশাপাশি 46টি বাস চলবে এই তিনটি রুটে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে এবং তাঁদের হয়রানি কমানোর জন্য ওই তিনটি রুটে সরাসরি বারুইপুর থেকে বাস পরিষেবা চালু করার উদ্য়োগ নেওয়া হয়েছে ।

রবিবার ওই তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল-সহ আরও অনেকে ।

Baruipur to Sundarbans Bus Service
তিনটি রুটের বাস পরিষেবা চালু হয়েছে (নিজস্ব ছবি)

বিমান বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কয়েক বছর আগে এই রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । যাত্রী না-থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে তাই ফের বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে জনবহুল এলাকা ৷ চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে । কোনও রেষারেষিতে যাওয়া যাবে না । কোনও ভাবেই এই বাস পরিষেবা বন্ধ করা যাবে না ।"

Baruipur to Sundarbans Bus Service
বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বাস পরিষেবার (নিজস্ব ছবি)

নতুন করে বাস পরিষেবা শুরু হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতের বিস্তর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে । এক এলাকার বাসিন্দা বলেন, "টোটোয় অনেক টাকা ভাড়া চলে যাচ্ছিল । বাস চালু হলে কিছুটা সাশ্রয় হবে ।"

প্রসঙ্গত, কয়েক বছর আগে বারুইপুর থেকে সুন্দরবন বাস পরিষেবা চালু হয়েছিল ৷ তবে যাত্রী না-থাকায় বন্ধ হয়ে গিয়েছিল সেই পরিষেবা । আর আবার বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.