বারুইপুর, 16 ডিসেম্বর: শীতের মরশুমে ঘুরতে যেতে চান সুন্দরবন ? তাহলে আপানাদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার সরাসরি বাসে করেই পৌঁছে যেতে পারবেন মানগ্রোভের দেশে ৷
কারণ, দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে ফের চালু হল সুন্দরবনের বাস পরিষেবা । বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি যাবে এই বাস । দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ ছিল ৷ যার ফলে মানুষকে এতদিন হয়রান হতে হয়েছে ৷ ক্যানিং হয়ে যাতায়াত করতে হতো সুন্দরবনের বিভিন্ন জায়গায় ৷ বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়াই পড়ত 50 টাকা । তারপর তো ছিল বাসের ভাড়া ৷
বাস মালিক সংগঠন জানিয়েছে, বারুইপুর থেকে সুন্দরবন বাসের ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে ৷ পাশাপাশি 46টি বাস চলবে এই তিনটি রুটে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে এবং তাঁদের হয়রানি কমানোর জন্য ওই তিনটি রুটে সরাসরি বারুইপুর থেকে বাস পরিষেবা চালু করার উদ্য়োগ নেওয়া হয়েছে ।
রবিবার ওই তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল-সহ আরও অনেকে ।
বিমান বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কয়েক বছর আগে এই রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । যাত্রী না-থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে তাই ফের বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে জনবহুল এলাকা ৷ চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে । কোনও রেষারেষিতে যাওয়া যাবে না । কোনও ভাবেই এই বাস পরিষেবা বন্ধ করা যাবে না ।"
নতুন করে বাস পরিষেবা শুরু হওয়ার ফলে সাধারণ মানুষের যাতায়াতের বিস্তর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে । এক এলাকার বাসিন্দা বলেন, "টোটোয় অনেক টাকা ভাড়া চলে যাচ্ছিল । বাস চালু হলে কিছুটা সাশ্রয় হবে ।"
প্রসঙ্গত, কয়েক বছর আগে বারুইপুর থেকে সুন্দরবন বাস পরিষেবা চালু হয়েছিল ৷ তবে যাত্রী না-থাকায় বন্ধ হয়ে গিয়েছিল সেই পরিষেবা । আর আবার বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ ।