নাগপুর, 15 ডিসেম্বর: শপথ নিলেন মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্যরা ৷ রবিবার বিকেলে 39 জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হল নাগপুরের রাজভবনে ৷ তাঁদের মধ্যে 33 জন মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হলেন এবং ছ'জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ মহাযুতি জোটের মধ্যে 11 জন মন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডের শিবসেনা থেকে, অজিত পাওয়ারের এনসিপি থেকে 9 জন স্থান পেয়েছেন মন্ত্রিসভায় ৷ এছাড়া বিজেপির 19 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷
বিজেপির মন্ত্রীরা হলেন- গিরিশ মহাজন, চন্দ্রকান্ত পাটিল, মঙ্গলপ্রভাত লোধা, রাধাকৃষ্ণ ভিখে পাটিল, পঙ্কজা মুণ্ডে, গণেশ নায়েক, চন্দ্রশেখর বাওয়ানকুলে, আশিস শেলার, অতুল সাভে, সঞ্জয় সাভকারে, অশোক উইকে, আকাশ ফুন্দকর, মাধুরি মিশাল, জয়কুমার গোরে, মেঘনা বোরদিকার, পঙ্কজ ভয়ের, শিবেন্দ্র রাজে ভোসালে, নীতেশ রানে এবং জয়কুমার রাওয়াল ৷
শিবসেনার মন্ত্রী হলেন- দাদা ভুসে, গুলাবরাও পাটিল, সঞ্জয় রাঠোর, উদয় সামাত, শম্ভুরাজ দেশাই, প্রতাপ সারনায়েক, যোগেশ কদম, আশিস জয়সওয়াল, ভারত গোগাভালে, প্রকাশ আবিতকর এবং সঞ্জয় শিরসাত ৷ অজিত পাওয়ারের এনসিপির মন্ত্রীরা- হাসান মুশরিফ, অদিতি তাতকারে, ধনঞ্জয় মুণ্ডে, দত্তা মামা ভারানে, বাবাসাহেব পাটিল, নরহরি জিরওয়াল, মাকারান্দ পাটিল, ইন্দ্রনীল নায়েক এবং মানিকরাও কোকাটে ৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 23 নভেম্বর ৷ বিপুল জয় পেয়েছে মহাযুতি জোটের বিজেপি (132টি আসন), শিন্ডে শিবসেনা (57) এবং এনসিপি (41) ৷ অন্যদিকে, মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের ফল এতটাই খারাপ হয়েছে যে বিরোধী দলের প্রয়োজনীয় আসন সংখ্যাটুকুও নেই সদস্য দলগুলির কাছে ৷ তাই এবার মহারাষ্ট্রের বিধানসভায় বিরোধী দলনেতার আসন ফাঁকাই থাকছে ৷
গত 5 ডিসেম্বর বিকেল 5.30 নাগাদ মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার ৷ জল্পনার অবসান ঘটিয়ে ফল প্রকাশের এক সপ্তাহেরও বেশি সময় পর গঠিত হয় নয়া সরকার ৷ শপথ মঞ্চে তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরও দশ দিন পর, রবিবার গঠিত হল নতুন মন্ত্রিসভা ৷