বালোদ, 16 ডিসেম্বর: নামকরণের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৷ আনন্দ অনুষ্ঠান বদলে গেল দুঃস্বপ্নে ৷ ট্রাকের সঙ্গে এসইউভি-র সংঘর্ষে 6 জনের মৃত্যু ও গুরুতর আহত আরও 7 জন ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোদ জেলার ডন্ডি থানা এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতরা সকলেই গুন্দেরদেহি এলাকার বাসিন্দা ৷ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য় এদিন বালোদে গিয়েছিলেন তাঁরা ৷ ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, "ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির ৷ 13 জন ছিলেন গাড়ির মধ্যে ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত অবস্থায় 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷" ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷
পুলিশের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে 4 জন মহিলা, একজন নাবালক ও একজন পুরুষ ৷ তাঁরা হলেন দুর্পত প্রজাপতি (30), সুমিত্রা বাই কুম্ভকার (50), মনিসা কুম্ভকার (35), সাগুন বাই কুম্ভকার (50), ইমলা বাই (55) এবং জিগনেশ কুম্ভকার (7) ৷ আহত 7 জনের মধ্যে 5 জন মহিলা ও একজন শিশু রয়েছে ৷
স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ স্থানীয়দের সাহায্য়ে মৃতদের গাড়ি থেকে বের করে আনা হয় ৷ সেই সঙ্গে, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয় ৷ এক পুলিশ কর্তা জানান, আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁদের রাজনন্দগাঁও জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ দুর্ঘটনার মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি ৷