ঢাকা, 16 ডিসেম্বর: আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেটে ৷ আন্তর্জাতিক এবং যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ বিকৃত বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে আগেই নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ সেই ঘটনার রেশ ধরে এবার শাকিবের বোলিং নিষিদ্ধ করল বিসিবি ৷ বাঁ-হাতি অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করার বিষয়টিতে সিলমোহর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷
রবিবার বাংলাদেশ ক্রিকেটের তরফে এক বিবৃতি মারফত শাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, ইসিবি নিষিদ্ধ ঘোষণার পর আইসিসি'র নিয়ম মেনে এই পদক্ষেপ গ্রহণ খুবই স্বাভাবিক ছিল ৷ শাকিবের বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে সেখানে ৷ সবমিলিয়ে আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শাকিব পুনর্মূল্যায়নে তাঁর বোলিং অ্যাকশনকে বৈধ প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে ৷ আর সেটা না-হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে ছাড়াই নামতে হবে পড়শি দেশকে ৷ যা বাংলাদেশের জন্য ধাক্কা হবে বলেই মনে করা হচ্ছে ৷
Feel for Shakib Al Hasan tbh.
— Politics N Cricket 🏏 🇮🇳🏴🎵 🎥🎤 (@rs_3702) December 15, 2024
Just few months before retiring from international cricket he's being tortured over his bowling action 😭😭
pic.twitter.com/eAZuYFtUpS
বিবৃতিতে বিসিবি বলেছে, "ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল হাসানকে বোলিং থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ ফলশ্রুতি হিসেবে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের তরফেও ঘরোয়া ও বিদেশের সমস্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক স্তরে শাকিবের বোলিং নিষিদ্ধ করা হল ৷" পুনর্মূল্যায়নে শাকিবের বোলিং অ্যাকশন বৈধ বিবেচিত হলে তবেই ফের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এবং দেশে-বিদেশে সমস্ত টুর্নামেন্টে বোলিং করতে পারবেন একদা আইসিসি'র পয়লা নম্বর অলরাউন্ডার ৷ বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিবি ৷
এমনিতেই চলতি বছরটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন শাকিব ৷ বাংলাদেশে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাক্তন এমপি হওয়ার দরুণ শাকিবের কেরিয়ারে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে ৷ টি-20 এবং ক্রিকেটের কুলীন ঘরানা থেকে অবসর নিলেও দেশের মাটিতে কিছুদিন আগে ফেয়ারওয়েল টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের জার্সিতে 66টি টেস্ট ও 247 ওডিআই খেলা ক্রিকেটার ৷ কিন্তু জনরোষে তা আর সম্ভবপর হয়নি ৷ সম্প্রতি আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজেও তাঁকে রাখা হয়নি স্কোয়াডে ৷ এখন দেখার কত দ্রুত বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটের চৌহদ্দিতে তিনি ফেরেন ৷