ETV Bharat / entertainment

ভেঙে চুরমার 'কেজিএফ 2'-'আরআরআর' ছবির বক্সঅফিস, তিন নম্বরে 'পুষ্পা 2' - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

'কেজিএফ 2', 'আরআরআর' ছবির গ্লোবাল বক্সঅফিস কালেকশন ছাপিয়ে গেল আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ ভারতে ছবির আয় পার 900 কোটি টাকা ৷

Etv Bharat
গ্লোবালি তিন নম্বরে 'পুষ্পা 2' (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: বক্সঅফিসে শিহরণ ফেলে দিয়েছে সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ৷ রেকর্ড-ব্রেকিং আয় থেকে শুরু করে বক্সঅফিসে অসাধারণ ছাপ, 2024 সালে ভারতীয় সিনেমার শক্তির প্রমাণ করে এই ছবি । আসলে 'পুষ্পা 2' সিনেমার ইতিহাস নতুন করে রচনা করছে ৷

  • 'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (একাদশতম দিন)

কম-বেশি 'পুষ্পা 2' ছবির আয় মিলিয়ে নতুন মাইলস্টোন তৈরি হচ্ছে প্রতিদিনই ৷ ইতিমধ্যেই ভারতে ছবির নেট কালেকশন অতিক্রম করে গিয়েছে 900 কোটি টাকায় ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী একাদশতম দিনে ছবির কালেকশন হয়েছে ভারতে 75 কোটি টাকা ৷ যার মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে 16 কোটি টাকা ও মেজর কালেকশন এসেছে হিন্দি থেকে প্রায় 55 কোটি টাকা ৷ বাকি আয় তামিলনাড়ু, কন্নড় ও মালয়লম থেকে এসেছে ৷ ফলে 'পুষ্পা 2'-র ঊর্দ্ধগামী দৌড়ে গ্লোবালি ছবির আয় পৌঁছে গিয়েছে 1300 কোটি টাকায় ৷

অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষায় ছবির আয় সবচেয়ে বেশি ৷ শুধুমাত্র হিন্দিতেই ছবি আয়ের নেট কালেকশন দাঁড়ায় 500 কোটি টাকায় ৷ ফলে দ্রুততম এই আয় তোলার দিক থেকে 'পুষ্পা 2' পিছনে ফেলল শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে ৷

  • ওয়ার্ল্ডওয়াইড সাফল্য: পিছনে পড়ল 'কেজিএফ 2', 'আরআরআর'

গ্লোবালি 'পুষ্পা 2' ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' (1230 কোটি টাকা) ও 'কেজিএফ: চ্যাপ্টার 2' (1215 কোটি টাকা) ছবির কালেকশন ৷ বর্তমানে এই ছবি রয়েছে তৃতীয় স্থানে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলি 2' (1790 কোটি টাকা) ও প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' (2070 কোটি টাকা) ৷ ছবির আয়ের গতি যে পরিমাণে বাড়ছে তাতে মনে করা হচ্ছে বছর শেষের আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ফেলবে 'পুষ্পা 2' ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশ তম দিন75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট900.5 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)

  • ভাঙল পুরনো রেকর্ড, তৈরি হল নতুন
  • গ্লোবালি কোনও ভারতীয় সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (750+ কোটি গ্রস)
  • ভারতীয় বক্সঅফিসে সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (600+ কোটি গ্রস)
  • প্রথম দিন বিগেস্ট অপেনিং ভারতে (209 কোটি গ্রস)
  • বিগেস্ট অপেনিং হিন্দি বক্সঅফিসে (70.30 কোটি টাকা নেট)
  • হিন্দি ভাষায় সবচেয়ে দ্রুত 500 কোটি আয় করা (মাত্র 10 দিনে)
  • 2024 সালের হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা (1292 কোটি টাকা মাত্র 10 দিনে)

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের ছাপ বক্সঅফিসে?

অন্যদিকে, সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হন আল্লু অর্জুন ৷ নিম্ন আদালতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশের পর হাইকোর্টে তিনি 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান ৷ এই ঘটনায় আল্লু অর্জুনের ব্যক্তিগত জীবনে যেমন প্রভাব পড়েছে তেমনই প্রভাব পড়েছে বক্সঅফিসেও ৷ এই ঘটনায় পুষ্পা 2 বক্সঅফিসে ইতিবাচক প্রভাব পড়ে ৷ রবিবার ছবির আয় বেড়ে যায় 18.48 শতাংশ ৷

যদিও এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন আল্লু অর্জুন ৷ সাংবাদিক সম্মেলনে অভিনেতা নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি, ঘটনায় গুরুতর আহত নিহত মহিলার ছোট ছেলের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বাজেট ছিল 500 কোটি টাকা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্যেই ছবির আয় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ৷

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: বক্সঅফিসে শিহরণ ফেলে দিয়েছে সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ৷ রেকর্ড-ব্রেকিং আয় থেকে শুরু করে বক্সঅফিসে অসাধারণ ছাপ, 2024 সালে ভারতীয় সিনেমার শক্তির প্রমাণ করে এই ছবি । আসলে 'পুষ্পা 2' সিনেমার ইতিহাস নতুন করে রচনা করছে ৷

  • 'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (একাদশতম দিন)

কম-বেশি 'পুষ্পা 2' ছবির আয় মিলিয়ে নতুন মাইলস্টোন তৈরি হচ্ছে প্রতিদিনই ৷ ইতিমধ্যেই ভারতে ছবির নেট কালেকশন অতিক্রম করে গিয়েছে 900 কোটি টাকায় ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী একাদশতম দিনে ছবির কালেকশন হয়েছে ভারতে 75 কোটি টাকা ৷ যার মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে 16 কোটি টাকা ও মেজর কালেকশন এসেছে হিন্দি থেকে প্রায় 55 কোটি টাকা ৷ বাকি আয় তামিলনাড়ু, কন্নড় ও মালয়লম থেকে এসেছে ৷ ফলে 'পুষ্পা 2'-র ঊর্দ্ধগামী দৌড়ে গ্লোবালি ছবির আয় পৌঁছে গিয়েছে 1300 কোটি টাকায় ৷

অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষায় ছবির আয় সবচেয়ে বেশি ৷ শুধুমাত্র হিন্দিতেই ছবি আয়ের নেট কালেকশন দাঁড়ায় 500 কোটি টাকায় ৷ ফলে দ্রুততম এই আয় তোলার দিক থেকে 'পুষ্পা 2' পিছনে ফেলল শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে ৷

  • ওয়ার্ল্ডওয়াইড সাফল্য: পিছনে পড়ল 'কেজিএফ 2', 'আরআরআর'

গ্লোবালি 'পুষ্পা 2' ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' (1230 কোটি টাকা) ও 'কেজিএফ: চ্যাপ্টার 2' (1215 কোটি টাকা) ছবির কালেকশন ৷ বর্তমানে এই ছবি রয়েছে তৃতীয় স্থানে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলি 2' (1790 কোটি টাকা) ও প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' (2070 কোটি টাকা) ৷ ছবির আয়ের গতি যে পরিমাণে বাড়ছে তাতে মনে করা হচ্ছে বছর শেষের আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ফেলবে 'পুষ্পা 2' ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশ তম দিন75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট900.5 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)

  • ভাঙল পুরনো রেকর্ড, তৈরি হল নতুন
  • গ্লোবালি কোনও ভারতীয় সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (750+ কোটি গ্রস)
  • ভারতীয় বক্সঅফিসে সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (600+ কোটি গ্রস)
  • প্রথম দিন বিগেস্ট অপেনিং ভারতে (209 কোটি গ্রস)
  • বিগেস্ট অপেনিং হিন্দি বক্সঅফিসে (70.30 কোটি টাকা নেট)
  • হিন্দি ভাষায় সবচেয়ে দ্রুত 500 কোটি আয় করা (মাত্র 10 দিনে)
  • 2024 সালের হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা (1292 কোটি টাকা মাত্র 10 দিনে)

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের ছাপ বক্সঅফিসে?

অন্যদিকে, সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হন আল্লু অর্জুন ৷ নিম্ন আদালতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশের পর হাইকোর্টে তিনি 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান ৷ এই ঘটনায় আল্লু অর্জুনের ব্যক্তিগত জীবনে যেমন প্রভাব পড়েছে তেমনই প্রভাব পড়েছে বক্সঅফিসেও ৷ এই ঘটনায় পুষ্পা 2 বক্সঅফিসে ইতিবাচক প্রভাব পড়ে ৷ রবিবার ছবির আয় বেড়ে যায় 18.48 শতাংশ ৷

যদিও এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন আল্লু অর্জুন ৷ সাংবাদিক সম্মেলনে অভিনেতা নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি, ঘটনায় গুরুতর আহত নিহত মহিলার ছোট ছেলের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বাজেট ছিল 500 কোটি টাকা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্যেই ছবির আয় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.