কলকাতা, 27 জানুয়ারি: সম্প্রতি নাম ঘোষণা হয়েছে পদ্ম প্রাপকদের । এ বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেলেন 139 জন । তাঁদের মধ্যে রয়েছেন 9 জন বঙ্গবাসী । প্রথামতো সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রীয় সরকার ঘোষণা করে পদ্মসম্মান প্রাপকদের নাম । যাঁদের মধ্যে নাম রয়েছে খ্যাতনামা সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের । এই সম্মান পাওয়ার পর ইটিভি ভারতকে শিল্পী বললেন, দায়িত্ব আরও বেড়ে গেল ৷
পিতামহ বিভূতিরঞ্জন মজুমদারের হাত ধরে বাড়িতেই বাদ্যযন্ত্রে হাতেখড়ি তাঁর । বাহাদুর খান থেকে আলি আকবর খাঁ — এহেন সব প্রবাদপ্রতিম শিল্পীর সান্নিধ্য পেয়েছেন তিনি । পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে তিনি ইটিভি ভারতের শুভেচ্ছা বার্তায় সাড়া দিয়ে বলেন, "দায়িত্ব বেড়ে গেল আরও । যদিও যে কোনও পুরস্কার মানেই কাজের প্রতি দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যাওয়া, তবে এই সম্মান তো বৃহত্তর সম্মান । ফলে দায়িত্ব একটু বেশিই বেড়ে গেল বলতে পারি । কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় সরকারের কমিটিকে, যে কমিটি আমাকে যোগ্য মনে করেছে এই পুরস্কারের জন্য । কৃতজ্ঞতা আমার গুরুদের প্রতি । 50 বছর ধরে যে কাজ আমি করে এসেছি তার উদ্যম আরও বাড়াতে হবে । গুরুদের কাছ থেকে এত বছর ধরে যা শিখে এসেছি তার প্রতিও দায়িত্ব বেড়ে গেল ।"
তিনি আরও বলেন, "আমার কৃতজ্ঞতা আমার বাবা, মা, পরিবারের প্রতি । এবং অবশ্যই ক্লাসিক্যাল মিউজিকের অগণিত শ্রোতা এবং সতীর্থদের প্রতি । যাঁরা আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন, প্রশ্রয় দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আমার কাজের খাতির করেছেন ।"
শিল্পী আরও বলেন, "কেন্দ্রীয় সরকার এবার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে অধিক গুরুত্ব দিয়েছে, এটা খুব ভালো একটা ব্যাপার । অনেকেই পেয়েছেন পুরস্কার ।" তাঁর কথায়, "বাংলাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল । আর তার সবথেকে মজবুত আর্ট ফর্ম হল ক্লাসিক্যাল মিউজিক । আর সেই ক্লাসিক্যাল মিউজিকে বাংলা থেকে আমাকে বেছে নেওয়া হল এবার । এটা আমার কাছে বড় আনন্দের, তৃপ্তির । তাই আবারও বলব, দায়িত্ব বেড়ে গেল আরও ভালো কাজের ।"