পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুসৌরিতে গাড়ি খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 6 কলেজ পড়ুয়ার - Car Accident

Car fell into ditch in Mussoorie: উত্তরাখণ্ডের মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 6 জনের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি খাদে পড়ে যায় । নিহতদের পরিচয় জানা যায়নি । তবে 6 জনই দেরাদুন আইএমএস কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে ।

Car Accident
মুসৌরিতে পথ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 10:35 AM IST

Updated : May 4, 2024, 11:07 AM IST

মুসৌরি, 4 মে: মুসৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি । ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা দুই যুবতী-সহ ছ'জনের । তাঁরা সকলেই কলেজ পড়ুয়া বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মুসৌরি-দেরাদুন রুটের ঝাড়িপানি রোডের ওয়াটার ব্যান্ডের কাছে ৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুসৌরি পুলিশ ফায়ার সার্ভিস এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

জানা গিয়েছে, গাড়ি-সহ খাদে পড়ে যায় 6 জন ৷ তাঁদের মধ্যে দুই যুবতীকে খাদে থেকে উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেরাদুন হাসপাতালে পাঠানো হলেও তাঁদের বাঁচানো যায়নি । ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয় । তাঁদের দেহ খাদ থেকে বের করে মুসৌরি সাব জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে মুসৌরি পুলিশ ।

সূত্রের খবর, দেরাদুন আইএমএস কলেজে ওই 6 জন পড়তেন । তাঁরা গাড়ি করে মুসৌরিতে বেড়াতে এসেছিলেন। সকালে দেরাদুনে ফেরার সময় চুনাখানের কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসেন । এ দিকে কিছু মানুষ এই দুর্ঘটনার কথা মুসৌরি পুলিশকে জানায় । পথ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুসৌরি পুলিশ তার ফায়ার সার্ভিস এবং এসডিআরএফকে দুর্ঘটনাস্থলে পাঠায় ।

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে অত্যন্ত গভীর খাদ রয়েছে ৷ যার কারণে উদ্ধার অভিযানে অনেক বেগ পেতে হয়েছে । উদ্ধারকারী দল যখন খাদে পৌঁছয় ততক্ষণে গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়েছে। আহত দুই যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দেরাদুনে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় ।

অন্যদিকে, রুরকিতে আর একটি দুর্ঘটনায় হোম গার্ড-সহ 6 জন আহত হয়েছেন ৷ আজ ভোর 4টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ দিল্লি থেকে হরিদ্বারগামী একটি বেসরকারি বাস নরসান সীমান্তের কাছে সজোরে এসে পুলিশ পোস্টে ধাক্কা মারে ও বাসটি হাইওয়েতে উল্টে যায় । সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে বাস ও পোস্ট টুকরো টুকরো হয়ে যায় । দুর্ঘটনায় পোস্টে নিয়োজিত নরেশ নামে এক হোম গার্ড ও আরও পাঁচজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গুরুতর জখম হন । তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । এ দিকে বাসের চালক ঘটনার পরই সেখানে থেকে পালিয়ে যান । পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সরকারি বাস ও লরির ধাক্কায় মৃত 8, আহত 22
  2. বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল ট্রাক, মৃত 6
  3. অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল 3 শিশু ও 5 মহিলার
Last Updated : May 4, 2024, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details