ইম্ফল, 24 জানুয়ারি:সহকর্মীদের উপর গুলি চালাল অসম রাইফেলসের এক জওয়ান ৷ এই ঘটনায় 6 জন জওয়ান আহত হয়েছে ৷ সবশেষে নিজেকে গুলি করেছে ওই জওয়ান ৷ বুধবার সরকারি সূত্রের খবর, দক্ষিণ মণিপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷
অসম রাইফেলসের আইজি আজ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের কাছে অসম রাইফেলসের ওই জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ সেখানেই ওই জওয়ান তাঁর সহকর্মী অন্য জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷
আইজিএআরের দেওয়া তথ্য অনুযায়ী, জখম সেনারা কেউ মণিপুরের বাসিন্দা নয় ৷ তাঁদের সবাইকে সঙ্গে সঙ্গে চুরাচন্দপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে জানা গিয়েছে, এখন তাঁদের অবস্থা স্থিতিশীল ৷
আইজিএআরের বিবৃতিতে জানানো হয়েছে, "মণিপুরে জাতিগত দ্বন্দ্ব চলছে ৷ এর মধ্যে এই ঘটনা বিস্তারিতভাবে জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যাতে কোনও রকম গুজব, জল্পনা না ছড়ায় ৷" ঠিক কী হয়েছে, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, "অসম রাইফেলসে একাধিক সম্প্রদায়ের মানুষ কাজ করে ৷ এর মধ্যে মণিপুরের বিভিন্ন জনজাতির মানুষও আছে ৷ সমাজে মেরুকরণ থাকলেও মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এখানে সবাই একসঙ্গে থাকে এবং কাজ করে ৷"
গত বছরের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে 150 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করে কুকি সম্প্রদায় ৷ কয়েক মাস ধরে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে ৷ হিংসাত্মক মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, তৃণমূলের লোকসভা সাংসদদের একটি প্রতিনিধি দল ৷
আরও পড়ুন:
- মিজোরামে ভেঙে দু'টুকরো মায়ানমারের সেনা-বিমান, আহত 8 যাত্রী
- মায়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনাদের ফেরানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার
- বাংলাদেশের মতোই রক্ষা করা হবে মায়ানমার সীমান্ত, জানালেন অমিত শাহ