পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষ, প্রাণ গেল 7 জনের; আহত বহু - Road Accident in Rajasthan - ROAD ACCIDENT IN RAJASTHAN

Rajasthan Road Accident: পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 7 জনের ৷ আহত 15 জনেরও বেশি ৷ রবিবার রাতে পথ দুর্ঘটনার সাক্ষী রাজস্থানের সিরোহী ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

Road Accident in Rajasthan
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 10:43 PM IST

সিরোহী (রাজস্থান), 15 সেপ্টেম্বর: ট্রাক ও জিপের সংঘর্ষে প্রাণ গেল 7 জনের ৷ ঘটনায় আহতের সংখ্যা 15 জনেরও বেশি ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলার পিন্ডওয়ারা থানা এলাকার কান্তালের কাছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। উদ্ধারের কাজ শুরু হয়। আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে পিন্ডওয়ারার পুলিশ আধিকারিক ভানওয়ারলাল চৌধুরী জানিয়েছেন, পুলিশ অফিসার হামির সিং ভাটি এবং অন্যান্য পুলিশ অফিসাররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন । দুর্ঘটনার জেরে জিপটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গাড়িতেই আটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে লোকজন অনেক চেষ্টার পর আটকে পড়া ব্যক্তিদের বের করে সরকারি হাসপাতালে পাঠান ৷ সেখানে তাঁদের অবস্থা গুরুতর বিবেচনা করে জেলা হাসপাতালে রেফার করা হয় ।

ভানওয়ারলাল চৌধুরী আরও জানান, এই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে এবং 15 জনের বেশি আহত হয়েছেন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ অতিরিক্ত পুলিশ সুপার প্রভুদয়াল ধনিয়া এবং পিন্ডওয়ারা থানার অফিসার হামির সিং তাঁদের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা আহতদের পিন্ডওয়ারার সরকারি হাসপাতালে ভর্তি করেছেন ।

দুর্ঘটনার পরে ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ পিন্ডওয়ারা পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ দুর্ঘটনায় আহতরা দীর্ঘক্ষণ ট্যাক্সির মধ্যে আটকে ছিলেন ৷ ঘটনাস্থলে উপস্থিত লোকজন অনেক কষ্টে তাদের বের করে আনেন। এত সংখ্যক আহত মানুষ পিন্ডওয়ারা সরকারি হাসপাতালে পৌঁছনোয় বিশৃঙ্খলা দেখা দেয় । খবর পেয়ে অনেক সমাজকর্মীও হাসপাতালে পৌঁছন । তাঁরা আহতদের চিকিৎসায় সাহায্য করছেন ।

ABOUT THE AUTHOR

...view details