ইন্দোর, 25 জানুয়ারি: ঐতিহাসিক রায় দিল ইন্দোর জেলা আদালত ! নাবালিকা কন্যাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সৎ বাবাকে তিন ধারাতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত । সেইসঙ্গে, দোষীকে 30 হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে । দুই পক্ষের বক্তব্য শোনার পর, ধর্ষণের এই মামলায় অভিযুক্ত বাবাকে কঠোর শাস্তি দেয় ইন্দোরের জেলা আদালত ।
ইন্দোরের আজাদ নগর থানা এলাকার ঘটনা । 2023 সালের জানুয়ারি মাসে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ শিশুটিকে দেখে তার স্কুল শিক্ষিকার সন্দেহ হয় ৷ পরীক্ষা দিতে এসে মুখ ভার করে বসে থাকতে দেখে শিশুটির সঙ্গে কথা বলেন শিক্ষিকা ৷ এরপর শিক্ষিকাকে বাবার কুকীর্তির সমস্ত কথা খুলে বলে শিশুটি ৷ জানায়, সৎ বাবা তাকে ধর্ষণ করেছে ৷
এরপর শিক্ষিকা শিশুটির মা ও পুলিশকে বিষয়টি জানায় ৷ সমস্ত বিষয় জেনে অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতারও করা হয় ৷ পক্সো আইনে একাধিক ধারায় দায়ের করা হয় সৎ বাবার বিরুদ্ধে ৷ এরপর তাকে আদালতে পেশ করা হয় ৷ মামলার শুনানি চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণও পেশ করা হয় আদালতে ৷
সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর দোষীকে তিনটি ধারাতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন জেলা আদালতের বিচারক ৷ সেই সঙ্গে 30 হাজার টাকা জরিমানাও করা হয় ৷ শুনানি চলাকালীন জেলা আদালতের বিচারক জানান, এই ঘটনায় বাবা ও মেয়ের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছে । এই ধরনের মামলায় কোনও করুণা দেখানো উচিত নয় ৷