পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত 13 তীর্থযাত্রী, শোকপ্রকাশ রাষ্ট্রপতির - ROAD ACCIDENT

Haveri Road Accident: ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে একটি লরি ৷ হঠাৎ বিকট আওয়াজ ! দাঁড়িয়ে থাকা লরিতে পিছন থেকে সজোরে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই টেম্পোর ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু-সহ 13 জনের ৷ ভোর 4 টের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Haveri Road Accident
টেম্পো-লরির ধাক্কা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 10:46 AM IST

Updated : Jun 28, 2024, 11:00 AM IST

হাভেরি, 28 জুন:পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের ইয়েমাহাট্টি গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷

পুলিশ সূত্রে খবর, বেলাগাভি জেলার সাভাদত্তিতে ইয়েল্লাম্মা দেবীর মন্দির দর্শন করে ভদ্রাবতীতে ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা ৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল আধিকারিকরা ৷ তাঁরাই দেহগুলি উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনা প্রসঙ্গেই এসপি অংশুকুমার জানান, শুক্রবার ভোর সাড়ে 4টের দিকে দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়িটিতে মোট 17 জন তীর্থযাত্রী ছিলেন । এর মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় 4 জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, পরশুরাম (45), ভাগ্য (40), নাগেশ (50), বিশালাক্ষী (50), সুভদ্রা বাই (65), পুণ্য (50), মঞ্জুলা বাই (57), গাড়ি চালক আদর্শ (23), মনসা (24), রূপা (40), মঞ্জুলা (50) এবং 4 এবং 6 বছর বয়সি দুটি শিশু, অর্পিতা (18) ৷ ঘটনায় আহত 4 জন স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷ দুর্ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেই রাষ্ট্রপতি লেখেন, "একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের হাভেরি জেলায় ৷ মহিলা, শিশু-সহ 13জন তীর্থযাত্রী মৃত্যু হয়েছে বাস দুর্ঘটনায় ৷ দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

Last Updated : Jun 28, 2024, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details