হাভেরি, 28 জুন:পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের ইয়েমাহাট্টি গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷
পুলিশ সূত্রে খবর, বেলাগাভি জেলার সাভাদত্তিতে ইয়েল্লাম্মা দেবীর মন্দির দর্শন করে ভদ্রাবতীতে ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা ৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল আধিকারিকরা ৷ তাঁরাই দেহগুলি উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনা প্রসঙ্গেই এসপি অংশুকুমার জানান, শুক্রবার ভোর সাড়ে 4টের দিকে দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়িটিতে মোট 17 জন তীর্থযাত্রী ছিলেন । এর মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় 4 জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।