কর্ণাটক, 3 অক্টোবর: বিনায়ক দামোদর সাভরকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও ৷ বুধবার তিনি বলেন, বিনায়ক সাভারকরের আদর্শ ভারতীয় সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা ৷ সাভারকারের পরিবর্তে মহাত্মা গান্ধিই দেশের আদর্শ হওয়া উচিত।
সাংবাদিক ধীরেন্দ্র ঝায়ের লেখা 'গান্ধি'স অ্যাসাসিন: দ্য মেকিং অফ নাথুরাম গডসে অ্যান্ড হিজ আইডিয়া অফ ইন্ডিয়া'-র কন্নড় সংস্করণ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দীনেশ রাও বলেন, "আমরা যদি তর্কের খাতিরেও বলি সাভারকার জিতেছেন, তা ঠিক হবে না। তিনি প্রকৃতপক্ষে একজন আমিষাষী ছিলেন ৷ এমনকী তিনি গোহত্যার বিরুদ্ধেও ছিলেন না।"
তিনি আরও বলেন, "সাভারকর আধুনিক ছিলেন। তাঁর মৌলিক চিন্তাধারাও ভিন্ন ছিল। কিছু লোক এও বলেন, তিনি গরুর মাংস খেতেন ৷ এমনকী তিনি প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার প্রচারও করছেন ৷ তাই তাঁর সেই চিন্তাভাবনা ভিন্ন। কিন্তু গান্ধিজি হিন্দু ধর্মে অনেক বেশি বিশ্বাসী ছিলেন ৷ এক্ষেত্রে তিনি রক্ষণশীলও ছিলেন। তাঁর ক্রিয়াকলাপও ভিন্ন ছিল ৷ ”
শুধু সাভারকার নয়, মহম্মদ আলি জিন্না সম্পর্কেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন দীনেশ ৷ তাঁর কথায়, "আরএসএস, হিন্দু মহাসভা এবং অন্যান্য ডানপন্থী দলের ভিত্তি মৌলবাদ ৷ জিন্নাহও একজন কট্টর ইসলামিক ছিলেন। কিন্তু তিনিও শূকরের মাংস খেতেন। মানুষ যেমন বলে, জিন্নাহ মৌলবাদী ছিলেন না; তিনি আদতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন ৷ একটি পৃথক দেশ চেয়েছিলেন। তাই তিনি ধর্মনিরপেক্ষতা অনুসরণ করেছিলেন মাত্র। সাভারকর অবশ্য এমন ছিলেন না।"
এর পালটা মহাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, "কংগ্রেসের লোকেরা সাভারকার সম্পর্কে কিছুই জানেন না ৷ কেবল তাঁকে অপমান করেন ৷ সাভারকর গরু সম্পর্কে তাঁর মতামত খুব ভালভাবে প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, একজন কৃষকের জন্ম থেকে মৃত্যুতে গরুই তাকে সাহায্য করেছে। রাহুল গান্ধি সাভারকারকে নিয়ে এই ধরনের মিথ্যা বিবৃতি দেওয়ার সিরিজ শুরু করেছিলেন ৷ আমি মনে করি কংগ্রেস এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ৷"
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও এই বক্তব্যের জন্য কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর কথায়, "এই ধরনের জ্ঞান প্রমাণ করে যে লোকেরা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ৷ তাদের সুস্থ হওয়ার জন্য একটি মানসিক চিকিৎসালয়ে যাওয়া উচিত। দেশের মহান ব্যক্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত।"