পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রতনহীন ভারত ! তাঁর জীবন অনুপ্রাণিত করবে ভবিষ্যত প্রজন্মকে - RATAN TATA DEATH

ষষ্ঠীর রাতে চলে গেলেন রতন টাটা ৷ পদ্মবিভূষণ রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি, মমতা থেকে রাহুল গান্ধি-সহ অন্যান্যরা ৷

RATAN TATA DEATH
শিল্পপতির মৃত্যুতে শোকস্তব্ধ দেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 1:34 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর:শিল্পমহলে তিনি 'ট্রু জেন্টলম্যান' ৷ চারিদিকে রেখে গেলেন শুধু পারদর্শিতার ছাপ। টাইটান থেকে ন্যানো, ইস্পাত থেকে বিমান কিংবদন্তি শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর জীবন ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৃহস্পতিবার বিকাল 4টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে।

শিল্পজগতের কিংবদন্তি রতন টাটা (86) অসুস্থ হয়ে সোমবার থেকে ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল ব্রিজ ক্যান্ডিতে। সেখানেই হাসপাতালে শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটার প্রয়াণ হয় ৷ টাটা গ্রুপের তরফে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে লেখা হয়, "আমরা এই পরিবারের সকল সদস্য, তাঁর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই ৷ যদিও তিনি আমাদের সঙ্গে আর নেই, তাঁর নম্রতা, উদারতা এবং স্বপ্নগুলি ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

উল্লেখ্য, 2017 সালে টাটা সন্সের চেয়ারম্যান হন চন্দ্রশেখরন। কিংবদন্তি শিল্পপতির মৃত্যুতে, টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন বলেন, "এ এক গভীর ক্ষত ৷ একজন সত্যিকারের অস্বাভাবিক নেতা যাঁর অপরিমেয় অবদানগুলি কেবল টাটা গ্রুপকেই নয়, আমাদের দেশকেও গর্বিত করেছেন ৷ রতন টাটার এই উদারতায় সমাজের উন্নয়ন যেমন হয়েছে, তেমনই লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করেছে তাঁর আদর্শ। শিক্ষা থেকে স্বাস্থ্যসেবায় তার উদ্যোগগুলি চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছে যা আগামী প্রজন্মকেও উপকৃত করবে।"

রতন টাটার মৃত্যুতে কে, কী বললেন?

  • রতন টাটার মৃত্যুর খবরে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর বার্তায় জানান, রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতিই ছিলেন না, ছিলেন এক দারুণ মনের মানুষ। দেশের অন্যতম পুরনো এবং জনপ্রিয় ব্যবসায়িক গোষ্ঠীকে কে নেতৃত্ব দিয়েছিলেন রতন টাটা।
  • এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, "রতন টাটার প্রয়াণের খবর শুনে আমি মর্মাহত। টাটা গোষ্ঠীর এই প্রাক্তন চেয়ারম্যান ভারতীয় বাণিজ্য মহলে নিজের জন্য স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন।"
  • শোকবার্তা পাঠায়েছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানি। সেখানে তিনি লেখেছেন, "ভারত ও ভারতের শিল্পজগতের এটা একটা দুঃখের দিন। রতন টাটার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।"
  • বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শোকবার্তা জানান ৷ লেখেন, "প্রবীণ শিল্পপতি রতন টাটার মৃত্যুতে এক যুগের সমাপ্তি ঘটল ৷ তিনি ভারতীয় শিল্পের আধুনিকীকরণ এবং বিশ্বায়নের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।
  • জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি টাটার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ এক্সে তিনি লিখেছেন, "রতন টাটা একজন দূরদর্শীসম্পন্ন মানুষ ছিলেন। তিনি ব্যবসা এবং জনহিতকর উভয়ক্ষেত্রেই একটি স্থায়ী চিহ্ন রেখে গিয়েছেন।"
  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, "ভারত একজন অমূল্য সন্তানকে হারাল।"
  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, "ঘড়ির কাঁটা থেমে গিয়েছে। টাইটান প্রয়াত হয়েছেন। রতন টাটা ছিলেন সততা, নৈতিক নেতৃত্ব এবং জনহিতৈষী মানুষদের কাছে আলোকবর্তিকার একটি অন্যতম উদাহরণ!

ABOUT THE AUTHOR

...view details