কালনা (পূর্ব বর্ধমান), 13 জানুয়ারি: পিঠে-পুলি উৎসবে প্রচণ্ড ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হলেন 12 জন । ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । যদিও পুলিশের দাবি, লাঠিচার্জের ঘটনা ঘটেনি । যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় ।
চলতি নতুন বছরের 7 জানুয়ারি কালনায় শুরু হয়েছে খাদ্য ও পিঠেপুলি উৎসব । উৎসবে দেদার বিক্রি হচ্ছে গরম পাটিসাপটা, ভাজা পিঠে, দুধ পুলি, সাঁঝের পিঠে ইত্যাদি নানা স্বাদের খাবার । বিশেষ করে গরম গরম পিঠে খাওয়ার দিকেই সাধারণ মানুষের ঝোঁক বেশি দেখা গিয়েছে । এছাড়া প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও ।
রবিবার ছিল সঙ্গীতশিল্পী জোজোর সাংস্কৃতিক অনুষ্ঠান । ফলে সন্ধে থেকেই সাধারণ মানুষের ভিড় বাড়ছিল । যেভাবে ভিড় বাড়ছিল, তাতে মেলার দু’টি গেট বন্ধ করে দেওয়া হয় । কিন্তু জোজোর অনুষ্ঠান দেখার জন্য ভিড় তাতেও কমেনি । ফলে গেট খুলে দিতে বাধ্য হয় আয়োজকরা ।
অভিযোগ, সেই সময় ঠেলাঠেলিতে অনেকেই মাটিতে পড়ে যান । কেউ কেউ পদপিষ্ট হন । কারও হাত, কারও পা ভেঙে গিয়েছে । ফলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অনুষ্ঠান শুরু হয় । এদিকে ঠেলাঠেলির জেরে পদপিষ্ট হয়ে আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । কারও হাত, কারও পা ভেঙে গিয়েছে । কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন ।
পিঠেপুলি উৎসবে এসেছিলেন পায়েল চক্রবর্তী । হাসপাতালের বেডে বসে তিনি বলেন, ‘‘পিঠেপুলি উৎসবে মেলার গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম । হঠাৎ পিছনের দিক থেকে প্রচণ্ড একটা ভিড়ের কারণে টাল সামলাতে না, পেরে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেলাম । ফলে অনেকেই মাড়িয়ে চলে গেল । শুধু আমাকে নয়, অনেকেই এইভাবে আহত হয়েছেন । কারও হাত ভেঙেছে কারও পায়ে লেগেছে ।’’
আহত সুমিত্রা চক্রবর্তী বলেন, ‘‘রাতের দিকে অনুষ্ঠানে ভিড় বাড়ছিল । প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল । হঠাৎ পিছন দিক থেকে এমন ধাক্কা দিল যে মাটিতে পড়ে গেলাম । ভিড়ে অনেকেই মাড়িয়ে দিয়ে গিয়েছে । খুব ভয় পেয়ে যাই । আমার চিৎকারে অন্যরা তুলতে যায় । পায়ে চোট লেগেছে ।’’
সুশান্ত বারুই বলেন, ‘‘আমার পরিবারের লোকেরা মেলা দেখতে গিয়েছিল । মোবাইলে ফোনের মাধ্যমে জানতে পারি আমার আত্মীয়ের পা ভেঙে গিয়েছে । হাসপাতালে ছুটে আসি । শুনলাম ওখানে খুব ভিড়ের কারণেই এই ঘটনা । গত বছরেও এই ধরনের ঘটনা ঘটেছিল । ফের এদিন এই ঘটনা ঘটে । বারেবারে একই ঘটনা ঘটছে ।’’
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল । পুলিশ পিরস্থিতি সামাল দিলে ফের অনুষ্ঠান শুরু হয় । এদিকে কালনা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘মেলাকে কেন্দ্র করে মেলার মাঠে কোনও ঘটনা ঘটেনি । মেলার বাইরে একটা প্রচণ্ড ভিড়ের কারণে ঠেলাঠেলির ঘটনা ঘটে । কয়েকজন মাটিতে পড়ে গিয়ে অল্পবিস্তর চোট পায় । পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি । পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।’’