পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছ’বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন ! গ্রেফতার বিহারের যুবক - MINOR GIRL RAPE AND MURDER

মেয়েটিকে লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত । সেখানেই মেয়েটির মৃত্যু হয় ৷

Rape and murder
ছ’বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 1:38 PM IST

বেঙ্গালুরু, 14 জানুয়ারি: নাবালিকাকে ধর্ষণ ও খুন ! গ্রেফতার বছর পঁচিশের যুবক ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার অন্তর্গত হোয়সালা নগরে ৷ জানা গিয়েছে, ছয় বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম অভিষেক কুমার (25) ৷ বিহারের বাসিন্দা ওই যুবক বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে ৷ নির্যাতিতা নাবালিকার বাবা-মা নেপালের বাসিন্দা এবং তাঁরাও বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন । অভিযুক্তও একই জায়গায় কাজ করত । অভিযোগ, মেয়েটির বাবা-মায়ের অনুপস্থিতিতে তাকে লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় ওই যুবক । তারপর ওই নাবালিকাকে ধর্ষণ করে সে ৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, নির্যাতনের ফলেই ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয় ৷

এর পর ঘটনাটি কিছু লোকে জানতে পেরে যায় এবং তারপরেই অভিযুক্তকে ধরে মারধর করা হয় ৷ শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রামমূর্তি নগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে এবং বিএনএসের একাধিক ধারায় মামলা দায়ের করেছে ।

ABOUT THE AUTHOR

...view details