পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রবি-সন্ধেয় তৃতীবারের জন্য শপথ মোদির ! - PM MODI OATH TAKING CEREMONY - PM MODI OATH TAKING CEREMONY

PM Narendra Modi: রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গেই শপথ নেবেন জোট শরিক দলের মন্ত্রিসভার সদস্যরা ৷ এমনটাই সূত্রের খবর ৷ নরেন্দ্র মোদির শপথ গ্রহণে আসতে পারেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ৷

PM Narendra Modi
রবিতে শপথ মোদির (সৌ: টুইটার)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 3:24 PM IST

Updated : Jun 6, 2024, 3:57 PM IST

নয়াদিল্লি, 6 জুন: আগামী 9 জুন, বুধবার সন্ধে 6টায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ! সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লির কর্তব্য পথে শপথ নেবেন নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা ৷ সূত্রের খবর, এর আগে মোদির শপথের জন্য 8 জুন নির্ধারিত ছিল ৷ সেই তারিখের পরিবর্তন হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এখনও 9 তারিখ রবিবার শপথের দিন হিসাবে চূড়ান্ত সিলমোহরের অপেক্ষায় রয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন ৷

এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ সরকার গড়তে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্য়ালায়েন্স অর্থাৎ এনডিএ (এনডিএ) জোটের শরিক দলগুলোর উপর ভরসা রাখতে হয়েছে বিজেপি'কে ৷ বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়েছে ৷ এরপরেও জোটকে সঙ্গে নিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক সেরেছেন মোদি-অমিত শাহরা ৷ এনডিএ'র গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি বেশ কিছু শর্ত বিজেপির সামনে রেখেছে বলেও জানা যাচ্ছে ৷ সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর তরফে পাঁচ থেকে ছ'জন পূর্ণমন্ত্রী চাওয়া হয়েছে ৷ এমনকী লোকসভার স্পিকার পদও চেয়েছে তেলেগু দেশম পার্টি ৷ সূত্রের খবর, অর্থ-স্বাস্থ্য-সড়ক পরিবহণ, গ্রামোন্নয়ন-এর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে টিডিপির তরফে ৷ অন্যদিকে, নীতিশ কুমার তিনটি পূর্ণমন্ত্রীর পাশাপাশি বিহারের জন্য স্পেশাল রাজ্যের তকমা চাওয়া হয়েছে ৷ এই সব দর কষাকষির পরই শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷

সূত্রের খবর, নরেন্দ্র মোদির সঙ্গেই শপথ নিতে পারেন পূর্ণমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রীরা ৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের তরফে নিশ্চিত করা হয়েছে, প্রেসিডেন্টকে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানা হয়েছে ৷ আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে। জানা গিয়েছে, বিক্রমাসিংহে নির্বাচনে জয়ের জন্য মোদিকে ফোনে অভিনন্দনও জানিয়েছেন । অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, "আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল শুক্রবার আসছেন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে। নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমন্ত্রণ গ্রহণও করেছেন, যদিও অন্য কোনও কর্মসূচি তাঁর নেই।" পরে অবশ্য প্রধানমন্ত্রী হাসিনার সফর সূচি বদল হয়েছে ৷ আগামী 8 তারিখ শনিবার দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ৷ রবিবার মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে আগামী 10 তারিখ ফিরে যাবেন তিনি ৷

Last Updated : Jun 6, 2024, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details