পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুল গান্ধির মন্তব্যে মহিলাদের অপমান, কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা - PIL Against Rahul Gandhi - PIL AGAINST RAHUL GANDHI

Humiliation of Women Allegation against Rahul Gandhi: নির্বাচনী প্রচারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এমন মন্তব্য করেছেন, তাতে নাকি মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়েছে ৷ এই অভিযোগে কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন দলিত সংগঠনের জাতীয় সভাপতি ও মহিলা ইউনিটের সভাপতি ৷

Congress MP Rahul Gandhi
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে জনস্বার্থ মালা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 9:10 PM IST

বেঙ্গালুরু, 30 জুলাই:মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কর্ণাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার সমালোচনা করতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তাতে মহিলাদের সম্মানহানি হয়েছে ৷ তাই লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিক আদালত ৷ এই আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ৷

সর্বভারতীয় দলিত সংগঠন 'অল ইন্ডিয়া দলিত অ্যাকশন কমিটি'-র জাতীয় সভাপতি চি না রামু একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ তাঁর সঙ্গে আরেক মামলাকারী জাতীয় মহিলা ইউনিটের সভাপতি সুশীলা ভরদ্বাজ ৷ মামলার শুনানি এখনও হয়নি ৷

এবছর লোকসভা ভোটের সময় কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে ৷ তিনি 400 জন মহিলাকে ধর্ষণ করেছেন অভিযোগ ৷ শুধু তাই নয়, ধর্ষণের ভিডিয়োগুলি রেকর্ড করেছেন বলে জানা যায় ৷

সেই সময় 2 মে কর্ণাটকে শিবমোগ্গায় নির্বাচনী প্রচার করছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরকম একজন প্রার্থীর জন্য ভোট চান ৷ জনগণের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷"

জনস্বার্থ মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, "তাঁর (কংগ্রেস নেতার) এমন মন্তব্যে হাসানের মহিলাদের সম্মানহানি হয়েছে ৷ তিনি এই মামলাটির প্রসঙ্গ তুলে ভুয়ো খবর প্রচার করেছেন ৷ ভোট পেতে প্রচারে কাজে লাগিয়েছেন ৷ কংগ্রেস সাংসদ ভারতীয় মহিলাদের সম্মান নষ্ট করেছেন ৷ তিনি অসাংবিধানিক বক্তৃতা দিয়েছেন ৷ এমনকী তাঁর এই মন্তব্যের পর রাহুল গান্ধির বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপও করেনি ৷ এই ঘটনায় রাহুল গান্ধির নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details