বেঙ্গালুরু, 14 এপ্রিল:বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত এক মা ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সংশোধনাগারে ৷ সেইদিনই ওই মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ মৃতের নাম গঙ্গাদেবী ৷
অভিযোগ, 9 এপ্রিল রাতে জালাহল্লি গ্রামে গঙ্গাদেবী তার দুই সন্তানকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । ঘটনার পর 10 এপ্রিল সকালে সে নিজে পুলিশ বিভাগের জরুরি নম্বর 112 কল করে খবর দেয় ৷ গঙ্গাদেবী পুলিশকে জানায় যে সন্তানদের খুন করার পরে আত্মহত্যা করতে চলেছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ৷ আত্মহত্যা করার থেকে গঙ্গাদেবীকে রক্ষা করে পুলিশ তাকে গ্রেফতার করে ।
পুলিশের দাবি, গ্রেফতারের পর শিশুদের হত্যার দায় স্বীকার করে নেয় অভিযুক্ত মা । বৃহস্পতিবার তাকে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সংশোধনাগারে রাখা হয় । ওই দিনই সংশোধনাগারে আত্মহত্যা করে অভিযুক্ত গঙ্গাদেবী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্ত শেষে গঙ্গাদেবীর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে অগ্রহারা পারাপ্পানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷