পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে 'হত্যাকারী' মা - Bengaluru Jail - BENGALURU JAIL

Woman Dies By Suicide in Jail: দুই সন্তানকে হত্যার অভিযোগে বন্দি ছিল সংশোধনাগারে ৷ সেখানেই আত্মহত্যা করল অভিযুক্ত মা ৷ বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য ৷ মহিলার স্বামী অন্য মামলায় সংশোধনাগারে বন্দি ৷

Woman Dies By Suicide
Woman Dies By Suicide

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 5:45 PM IST

বেঙ্গালুরু, 14 এপ্রিল:বেঙ্গালুরুর সংশোধনাগারে আত্মঘাতী দুই সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত এক মা ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সংশোধনাগারে ৷ সেইদিনই ওই মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ মৃতের নাম গঙ্গাদেবী ৷

অভিযোগ, 9 এপ্রিল রাতে জালাহল্লি গ্রামে গঙ্গাদেবী তার দুই সন্তানকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । ঘটনার পর 10 এপ্রিল সকালে সে নিজে পুলিশ বিভাগের জরুরি নম্বর 112 কল করে খবর দেয় ৷ গঙ্গাদেবী পুলিশকে জানায় যে সন্তানদের খুন করার পরে আত্মহত্যা করতে চলেছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ৷ আত্মহত্যা করার থেকে গঙ্গাদেবীকে রক্ষা করে পুলিশ তাকে গ্রেফতার করে ।

পুলিশের দাবি, গ্রেফতারের পর শিশুদের হত্যার দায় স্বীকার করে নেয় অভিযুক্ত মা । বৃহস্পতিবার তাকে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সংশোধনাগারে রাখা হয় । ওই দিনই সংশোধনাগারে আত্মহত্যা করে অভিযুক্ত গঙ্গাদেবী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্ত শেষে গঙ্গাদেবীর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে অগ্রহারা পারাপ্পানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

পুলিশ সূত্রে খবর, গঙ্গাদেবীরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৷ তবে পরিবার নিয়ে বেঙ্গালুরুতে থাকত । অভিযুক্ত গঙ্গাদেবী একটি বেসরকারী সংস্থার বিপণন বিভাগে কাজ করত ৷ তার একার নন, পুলিশের খাতায় নাম রয়েছে স্বামীরও ৷ গঙ্গাদেবীর স্বামী পকসো মামলায় গ্রেফতার হওয়ার পরে সংশোধনাগারে রয়েছে বলে জানা গিয়েছে ৷

কয়েকমাস আগে পশ্চিমবঙ্গে নৈহাটিতে একটি ঘটনা ঘটেছিল ৷ যেখানে চার বছরের পুত্রসন্তানকে মেরে ঝুলিয়ে পরে আত্মঘাতী হয়েছিল এক মা ৷ মদ‍্যপ স্বামী নিয়মিত অত‍্যাচার করত ৷ সেই অভিমানে মহিলা এই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ উঠেছিল ৷

আরও পড়ুন:

  1. স্বামীর উপর অভিমান, নৈহাটিতে চার বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী মা !
  2. ডাক্তারি পড়ায় আপত্তি, মেয়ে কথা না শোনায় আত্মঘাতী মা !
  3. মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা

ABOUT THE AUTHOR

...view details