পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয়শঙ্করের মুখে দেশের 25 কোটির দারিদ্র সীমা অতিক্রমের দাবি, এড়ালেন বেকারত্ব প্রসঙ্গ - S Jaishankar Book Release - S JAISHANKAR BOOK RELEASE

S Jaishankar Book Release: 'হোয়াই ভারত ম্যাটার্স'-এর বাংলা সংস্করণ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ 'বিশ্ববন্ধু ভারত' নামে সেই বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতের অর্থনীতি ও বিদেশনীতিতে তার প্রভাব নিয়ে বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী ৷

S Jaishankar
'হোয়াই ভারত ম্যাটার্স'-এর বাংলা সংস্করণের প্রকাশ অনুষ্ঠান এস জয়শঙ্কর ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 6:21 PM IST

কলকাতা, 15 মে: 10 বছরে দেশের 25 কোটি নাগরিকের দারিদ্রসীমার উপরে উঠে আসার তত্ত্ব এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাতেও ৷ তা সত্ত্বেও কেন দেশে বেকারত্বের হার বেশি ? এই প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন বিদেশমন্ত্রী ৷ এদিন কলকাতায় এস জয়শঙ্কর তাঁর লেখা বই 'হোয়াই ভারত ম্যাটার্স'-এর বাংলা সংস্করণ 'বিশ্ববন্ধু ভারত' প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই ভারতের 25 কোটি মানুষ দারিদ্রসীমার উপরে চলে এসেছে বলে দাবি করেন তিনি ৷

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের অন্যতম হাতিয়ার এই 25 কোটির দারিদ্রসীমার উপরে উঠে আসা ৷ সেই একই বিষয় এবার উঠে এল বিদেশমন্ত্রীর বক্তব্যেও ৷ তাঁর মতে, এর প্রভাব সরাসরি ভারতের বিদেশনীতিতে পড়েছে ৷ এর ফলে বিশ্বের কাছে ভারতের গুরুত্ব আরও বেশি করে বেড়েছে বলে দাবি করেন তিনি ৷

জয়শঙ্কর বলেন, "দেশের মানুষ গত 10 বছরে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছে ৷ 10 বছরে প্রায় 25 কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে ৷ তারা আগের চেয়ে আর্থিকভাবে অনেক বেশি স্বনির্ভর ৷ আর এর প্রভাব পড়েছে ভারতের বিদেশ নীতিতেও ৷ আমাদের দেশের বিদেশ নীতিও 'সব কা সাথ, সব কা বিকাশ' ৷ সেই কারণে অন্যান্য দেশগুলি এখন ভারতের প্রতি আগের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে ৷"

সম্প্রতি ইরানের সঙ্গে ভারতের চাবাহার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি হয়েছে, যা ভারতের বিদেশনীতি একটা বড় সাফল্য ৷ কিন্তু, ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হতেই বেঁকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভারতকে ইরানের সঙ্গে এই চুক্তি করা নিয়ে সতর্ক করেছে ওয়াশিংটন ৷ এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, "সংকীর্ণ মনোভাব দেখলে চলবে না ৷ কারণ, এই প্রকল্পে সকলে উপকৃত হবে ৷ এখন তারা এই মন্তব্য করলেও, আগে আমেরিকাও চাবাহার বন্দরের গুরুত্বের কথা স্বীকার করেছে ৷"

তাঁর কথায়, "আমেরিকা ও কানাডার মতো দেশ ভারতকে প্রভাবিত করার চেষ্টা করছে ৷ কারণ, তারা মনে করে যে 80 বছর ধরে সারা বিশ্বে রাজত্ব করছে ৷ প্রাচ্যের দেশগুলি গত 200 বছর ধরে বিশ্বের বাকি দেশগুলিকে প্রভাবিত করার চেষ্টা করছে ৷ তাহলে যারা গত 200 বছর এই মনোভাব পোষণ করে, তারা হঠাৎ করেই এই স্বভাব কী করে বদলে ফেলবে ?"

আরও পড়ুন:

  1. পাকিস্তান-নির্ভরতা কমাতে চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে চুক্তি ভারতের
  2. 'ভারতের নিষেধ সত্ত্বেও সংগঠিত অপরাধীদের ভিসা দেয় কানাডা', দাবি জয়শঙ্করের

ABOUT THE AUTHOR

...view details