কলকাতা, 15 মে: 10 বছরে দেশের 25 কোটি নাগরিকের দারিদ্রসীমার উপরে উঠে আসার তত্ত্ব এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাতেও ৷ তা সত্ত্বেও কেন দেশে বেকারত্বের হার বেশি ? এই প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন বিদেশমন্ত্রী ৷ এদিন কলকাতায় এস জয়শঙ্কর তাঁর লেখা বই 'হোয়াই ভারত ম্যাটার্স'-এর বাংলা সংস্করণ 'বিশ্ববন্ধু ভারত' প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানেই ভারতের 25 কোটি মানুষ দারিদ্রসীমার উপরে চলে এসেছে বলে দাবি করেন তিনি ৷
উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারের অন্যতম হাতিয়ার এই 25 কোটির দারিদ্রসীমার উপরে উঠে আসা ৷ সেই একই বিষয় এবার উঠে এল বিদেশমন্ত্রীর বক্তব্যেও ৷ তাঁর মতে, এর প্রভাব সরাসরি ভারতের বিদেশনীতিতে পড়েছে ৷ এর ফলে বিশ্বের কাছে ভারতের গুরুত্ব আরও বেশি করে বেড়েছে বলে দাবি করেন তিনি ৷
জয়শঙ্কর বলেন, "দেশের মানুষ গত 10 বছরে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছে ৷ 10 বছরে প্রায় 25 কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে ৷ তারা আগের চেয়ে আর্থিকভাবে অনেক বেশি স্বনির্ভর ৷ আর এর প্রভাব পড়েছে ভারতের বিদেশ নীতিতেও ৷ আমাদের দেশের বিদেশ নীতিও 'সব কা সাথ, সব কা বিকাশ' ৷ সেই কারণে অন্যান্য দেশগুলি এখন ভারতের প্রতি আগের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে ৷"