পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, দাবি রাহুল ও খাড়গের - NHRC CHAIRPERSON SELECTION

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন ফালি নারিমান এবং বিচারপতি কুট্টিলি ম্যাথিউ জোসেপের নাম প্রস্তাব করেন দুই বিরোধী দলনেতা ৷

NHRC Chairperson Selection
সংসদের দুই বিরোধী দলনেতা (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 12:14 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: দেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও সদস্য নিয়োগে ভিন্নমত পোষণ তথা 'ডিসেন্ট অফ নোট' জমা দিলেন সংসদের দুই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি ৷ তাঁদের মতে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি 'মৌলিকভাবে ত্রুটিপূর্ণ' ৷ পারস্পরিক আলোচনা ও ঐক্যমত না-নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন ফালি নারিমান এবং বিচারপতি কুট্টিলি ম্যাথিউ জোসেপের নাম প্রস্তাব করেছিলেন রাজ্যসভা ও লোকসভার দুই বিরোধী নেতা ৷ কিন্তু, তাঁদের বদলে এই পদে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যনকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে 'ডিসেন্ট এফ নোট' জমা দেন সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতা ৷

উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই এনএইচআরসি'র চেয়ারপার্সনের পদ থেকে অবসর নিয়েছেন অরুণ কুমার মিশ্র ৷ নিয়ম অনুযায়ী, পদে নিয়োগের জন্য কেন্দ্রের তরফে একটি প্যানেল গঠন করা হয় ৷ এই প্যানেলে বাকি সদস্যদের সঙ্গে রয়েছেন সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় প্রধান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং নিম্নকক্ষ তথা লোকসভায় প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

গত 18 ডিসেম্বরে সংসদ ভবনে নির্বাচন কমিটির বৈঠক হয় ৷ বৈঠকের পর ভিন্নমত পোষণ করেন দুই বিরোধী নেতা ৷ 'ডিসেন্ট নোট'এ তাঁরা বলেন, "জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিয়োগে পারস্পরিক আলোচনা ও সকলের মত না-নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল ৷ এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে ৷"

বিরোধী দলনেতাদের আরও দাবি, "আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে গৃহীত হয়েছে ৷ যোগ্যতার বিশেষে দু'জনের নামের প্রস্তাব দেওয়া হয় ৷"

উল্লেখ্য়, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ পোস্টে বলা হয়, "কমিশনের চেয়ারপার্সনের পদে প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যনকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ৷ সেই সঙ্গে, কমিশনের সদস্য হিসেবে পিয়াঙ্কা কানুনগো এবং প্রাক্তন বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে নিয়োগ করা হয়েছে ৷"

পড়ুন:বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের, 'এক মিনিটেই খেলা শেষ হয়ে যাবে'

ABOUT THE AUTHOR

...view details