পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির হাতে যাত্রা শুরু প্রথম স্বদেশি হাইড্রোজেন জ্বালানির ফেরির, যা জানা জরুরি - স্বদেশি হাইড্রোজেন জ্বালানির ফেরি

India's indigenously developed Hydrogen fueled Vessel: দেশীয় ডিজাইনের হাইড্রোজেন জ্বালানির জলযানের যাত্রা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ এর বিষয়ে যা জানা জরুরি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 2:48 PM IST

কোচি, 28 ফেব্রুয়ারি: কোচিন শিপইয়ার্ডে দেশের প্রথম স্বদেশীয় ডিজাইন এবং নির্মিত হাইড্রোজেন জ্বালানিচালিত ফেরির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি উন্নত হাইড্রোজেন জ্বালানির জলযান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের দিকে নজর রাখব ৷

কোচিন শিপইয়ার্ড লিমিটেড ক্যাটামারান মডেলে হাইড্রোজেন জ্বালানির ফেরি ডিজাইন করেছে । কোচিন শিপইয়ার্ড লিমিটেডের এমডি মধু এস নায়ারের দাবি, এটি দেশের দীর্ঘমেয়াদি পরিবহণে একটি মাইলফলক । এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি দেশের প্রথম হাইড্রোজেন চালিত ক্যাটামারান ফেরি ৷ প্রযুক্তিতে হাইড্রেজেন ব্যবহার করার এই প্রকল্পটি ভারতের উদ্ভাবনী পদক্ষেপ, হাইড্রোজেন ভবিষ্যতের জ্বালানি হিসাবে বিবেচিত হয় ৷ এছাড়াও এটি কোচিন শিপইয়ার্ডের ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে দেশীয়ভাবে তৈরি হয়েছে ৷

নৌকার অভিযান সফল হলে, কোচিন শিপইয়ার্ড হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে আরও কার্গো বোট এবং কান্ট্রি বোট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান এমডি ।

প্রথম হাইড্রোজেন জ্বালানিচালিত জাহাজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোচি শিপইয়ার্ড আন্তর্জাতিক ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করেছে । এটি প্রথমবারের মতো হাইড্রোজেন জ্বালানি সেল প্রযুক্তি সামুদ্রিক পরিবহণে ব্যবহার করছে যা বিশ্বব্যাপী ভারতকে গর্বিত করে । এই নৌযানের পরিচালনা সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার বিষয়টিও এই ধরনের জাহাজের সমসাময়িক প্রাসঙ্গিকতাকে আরও বাড়িয়ে তুলেছে ।

হাইড্রোজেন বোটগুলি জল-দূষণকারী জলযানের থেকে আলাদা ৷ কারণ হাইড্রোজেন একটি পরিবেশ-বান্ধব জ্বালানি, এর শক্তির ব্যবহারও কার্যকর । কার্যত এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কমাতেও সাহায্য করে । কোচিন শিপইয়ার্ডে তৈরি হাইড্রোজেন বোটটি কাঠের ক্যাটামারান মডেল। ইতিমধ্যে এই নৌকাটি স্বল্প দূরত্বের পরিষেবার জন্য ব্যবহৃত হয়।

শিপইয়ার্ডের এমডি বলেন, প্রকল্পটি সামুদ্রিক জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করতে সক্ষম হবে । বর্তমানে চালু হওয়া জাহাজটি সম্পূর্ণ হিমায়িত এবং সর্বোচ্চ 50 জন যাত্রী বহন করতে পারে । কোচিন শিপইয়ার্ড জাতীয় অভ্যন্তরীণ জল পরিবহণ কর্তৃপক্ষের জন্য পরীক্ষামূলক ভিত্তিতে প্রথম হাইড্রোজেন বোট তৈরি করেছে । কোচিন শিপইয়ার্ড লিমিটেডে ডিজাইন করা হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি শীঘ্রই বারাণসীতে কাজ শুরু করবে ।

এই হাইড্রোজেন জলযানটি অর্ধ শতাব্দীর মধ্যে ভারতে গ্রিনহাউস গ্যাসের কারণে দূষণ সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ ৷ এটি একটি পাইলট প্রকল্প হিসাবে তৈরি করা হয়েছিল । সামুদ্রিক জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহারের প্রচেষ্টার এটি অংশ ।

এটা আশা করা হচ্ছে যে, এই ধরনের পরিবেশ-বান্ধব জাহাজের ব্যবহার ভারতে স্বল্প দূরত্বের ভ্রমণ সংকট কমাতে খুবই ইতিবাচক ভূমিকা নেবে । শিপইয়ার্ড প্রথম হাইড্রোজেন বোটের ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন করার পর কার্গো বোট এবং ছোট কান্ট্রি বোটগুলিতে অনুরূপ হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে ।

আরও পড়ুন:

  1. 2035 সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব স্টেশন থাকবে, কেরলে দাবি মোদির
  2. অমৃত ভারত স্টেশনের আওতায় বনগাঁ, বরাদ্দ 28 কোটি টাকা
  3. সুপ্রিম নির্দেশে নেই দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র, তবু কল্যাণী এইমসের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details