পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ ! গুরুতর জখম 13, আশঙ্কাজনক 2

বোমায় বারুদ ভরতে গিয়ে বিপত্তি ৷ যদিও কী থেকে হল এই বিস্ফোরণ, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি জবলপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফে ৷

JABALPUR ORDNANCE FACTORY BLAST
অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

জবলপুর, 22 অক্টোবর: খামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ ৷ গুরুতর আহত কারখানার 13 জন কর্মী ৷ এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷ আহতদের চিকিৎসার জন্য জবলপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আশঙ্কা করা হচ্ছে, বোমায় গানপাউডার ভরতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে ৷

সেনাবাহিনীর জন্য ফাইটার প্লেন, রাইফেল-সহ একাধিক যুদ্ধাস্ত্র তৈরি হয় খামারিয়ার এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৷ সূত্রের খবর, মঙ্গলবার সকালে সেই কারখানার F6 এলাকায় 1000 পাইডার বোমার ইউনিটে বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সকলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ইউনিটের ভবনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা শুরু করা হয় ৷ তবে কারখানার তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ৷ উল্লেখ্য, খালি সেলের ভিতর বারুদ ভরে বোমা তৈরি করা হয় ৷ এই বারুদে সামান্য ঘর্ষণেই আগুন লেগে যায় ৷ এদিনও তেমন কোনও ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৷ যদিও, এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি ৷

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে প্রায় 5 কিলোমিটার দূর থেকে তার আওয়াজ পাওয়া যায় ৷ এমনকী, অনেকে ভূমিকম্প ভেবেও বাড়ি থেকে বেড়িয়ে পড়েন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারখানার জেনারেল ম্যানেজার-সহ শীর্ষ আধিকারিকরা ৷ উল্লেখ্য, এদিন কারখানার সংরক্ষিত এলাকায় বিস্ফোরণটি ঘটে ৷ বিনা অনুমতিতে সেই এলাকায় কারখানার কর্মীরাও প্রবেশ করতে পারেন না ৷ সেই কারণে, সরকারি তদন্ত রিপোর্ট ছাড়া বিস্ফোরণের কারণ জানা সম্ভব নয় ৷

আরও পড়ুন:

পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন ! কীভাবে দুর্ঘটনা ?

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details