কলকাতা, 22 অক্টোবর: 24 অক্টোবর 40 বছর পূরণ করছে কলকাতা মেট্রো রেল ৷ চার দশক পূর্তি উপলক্ষে আজ কলকাতা মেট্রোর পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা হল ৷ মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত হেরিটেজ যাত্রা করল পুরনো নন-এসি রেক ৷ উল্লেখ্য, 40 বছর আগে নন-এসি রেক দিয়ে সফর শুরু করেছিল এশিয়ার পঞ্চম মেট্রো রেল ৷
কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি যেমনটা আগে জানিয়েছিলেন, 18 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হবে কলকাতা মেট্রোর চার দশকের পথ চলা ৷ তারই অংশ হিসেবে আজ বাতিল হওয়া পুরনো নন-এসি মেট্রো রেকের হেরিটেজ যাত্রা ৷
আজ কলকাতা মেট্রোর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি (এনজিইএফ) সংস্থার তৈরি একটি নন-এসি রেক ফুল দিয়ে সাজিয়ে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান স্টেশন এবং পুনরায় মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হয় ৷ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর-সহ বিশিষ্টদের ৷
জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি জানিয়েছেন, আগামী বছরের মধ্যে আরও ঝাঁ-চকচকে ও আরও অত্যাধুনিক মানের রেক কলকাতা মেট্রোর পরিষেবায় ব্যবহার করা হবে ৷ আজ নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, "1984 সালে এই ধরনের নন-এসি রেকে যাতায়াত করেছি ৷ আবার আজ এতগুলি বছর পর, সেই পুরোনো নন-এসি রেকে সফর করে খুবই ভালো লাগছে ৷"
উল্লেখ্য, শুরুর দিনে 3.5 কিমি রুটে কলকাতা মেট্রো চালানো হয়েছিল ৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মেট্রো রেলে আমূল পরিবর্তন হয়েছে ৷ মেট্রোর সম্প্রসারণ হয়েছে ৷ একাধিক নতুন রুটের সংযোজন হয়েছে ৷ নন-এসি রেককে বিদায় জানিয়ে, আনা হয়েছে উন্নতমানের এসি রেক ৷ বর্তমানে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কলকাতা মেট্রো ৷ এমনকি গঙ্গার নীচে সুড়ঙ্গ খুঁড়ে এখন মেট্রো ছুটছে ৷ আগামী বছরের মধ্যে আরও 30 কিলোমিটার অর্থাৎ, মোট 90 কিলোমিটার পথে যাত্রা করবে মেট্রো রেল ৷ সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী 2027 সালের মধ্যে 130 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ৷