ETV Bharat / technology

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ - TOYOTA RUMION FESTIVE EDITION

দিওয়ালির আগেই ক্রেতাদের বিশেষ উপহার টয়োটার ৷ ভারতীয় বাজারে লঞ্চ করল Toyota Rumion-এর 'Festive Edition'৷ সঙ্গে থাকবে অ্যাক্সেসরিজও ৷

Toyota Rumion SUV
টয়োটা রুমিয়ন ফেস্টিভ এডিশন (Toyota Kirloskar Motor)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 22, 2024, 4:44 PM IST

হায়দরাবাদ: গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা কির্লোস্কার মোটর বাজারে আনল তাদের জনপ্রিয় Toyota Rumion-এর লিমিটেড ফেস্টিভ সংস্করণ। এই উৎসবের মরসুমে বিক্রি বাড়াতে এই বিশেষ সংস্করণটি নিয়ে এসেছে সংশ্লিষ্ট সংস্থা ৷ এটি এসইউভি মডেল ৷ এই বিশেষ এডিশনের সঙ্গে মিলবে টয়োটার জেনুইন অ্যাক্সেসরিজও,তাও নাম মাত্র দামে ৷

উৎসবের মরশুমে টয়োটার উপহার, গাড়ি কিনলে মিলবে অ্যাক্সেসিরিজ

তথ্য অনুযায়ী, এই SUV-র নতুন সংস্করণে একাধিক স্টাইলিশ আপডেট দেওয়া হয়েছে। এই মডেলে পিছনের দরজার গার্নিশ, মাড ফ্ল্যাপ, পেছনের বাম্পার গার্নিশ এবং রাইট ড্রাইভের জন্য একচেটিয়া ডিলাক্স কার্পেট ম্যাট রয়েছে । এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হেডল্যাম্প গার্নিশ, নম্বর প্লেট গার্নিশ, ক্রোম ডোর ভিসার, রুফ এজ স্পয়লার এবং সাইড বডি মোল্ডিং উইথ গার্নিশ, যা এই গাড়িটিকে একটি অনন্য লুক দিয়েছে। Toyota Rumion চারটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। দাম শুরু হচ্ছে 10.44 লক্ষ টাকা থেকে 13.73 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV

Toyota Rumion-এর 'Festive Edition'-এ ইঞ্জিনের কোনও পরিবর্তন করা হয়নি । এটিতে 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে ৷ একটি টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।এই পেট্রোল এবং সিএনজি দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে । পেট্রল সংস্করণ 20.51 কিমি/লিটার মাইলেজ দেয় এবং সিএনজি সংস্করণ 26.11 কিমি/কেজি মাইলেজ দেয়।

ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর

টয়োটা রুমিওনের অন্যান্য ফিচারস: রুমিওন শুধুমাত্র পারফরম্যান্সের দিক থেকে নয়, ফিচারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে ৷ এটিতে রয়েছে 7-ইঞ্চি স্মার্টপ্লে কাস্ট টাচস্ক্রিন অডিয়ো সিস্টেম এবং ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে সুবিধা । এছাড়াও, এতে টয়োটাতেও আই-কানেক্টও রয়েছে। এটি অন্যান্য ফিচারের মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ, লকিং এবং আনলকিং-এর সিস্টেম আছে।

Rumion-এর নিরাপত্তা : নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ৷ যেটি EBD-সহ ABS, হিল হোল্ড এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) এর সুবিধা। এই বিশেষ সংস্করণটি টয়োটা জেনুইন অ্যাক্সেসরিজ (TGA) প্যাকেজের সঙ্গে যুক্ত ৷ 20,608 অতিরিক্ত দিলেই টয়োটার জেনুইন অ্যাক্সেসরিজ পাবেন ক্রেতারা ৷ এই অফারটি সমস্ত অনুমোদিত টয়োটা ডিলারশিপে 31 অক্টোবর, 2024 পর্যন্ত পাওয়া যাবে ৷

125cc বাইকের সঙ্গে পাল্লা দিতে আসছে নতুন Pulsar N125

হায়দরাবাদ: গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা কির্লোস্কার মোটর বাজারে আনল তাদের জনপ্রিয় Toyota Rumion-এর লিমিটেড ফেস্টিভ সংস্করণ। এই উৎসবের মরসুমে বিক্রি বাড়াতে এই বিশেষ সংস্করণটি নিয়ে এসেছে সংশ্লিষ্ট সংস্থা ৷ এটি এসইউভি মডেল ৷ এই বিশেষ এডিশনের সঙ্গে মিলবে টয়োটার জেনুইন অ্যাক্সেসরিজও,তাও নাম মাত্র দামে ৷

উৎসবের মরশুমে টয়োটার উপহার, গাড়ি কিনলে মিলবে অ্যাক্সেসিরিজ

তথ্য অনুযায়ী, এই SUV-র নতুন সংস্করণে একাধিক স্টাইলিশ আপডেট দেওয়া হয়েছে। এই মডেলে পিছনের দরজার গার্নিশ, মাড ফ্ল্যাপ, পেছনের বাম্পার গার্নিশ এবং রাইট ড্রাইভের জন্য একচেটিয়া ডিলাক্স কার্পেট ম্যাট রয়েছে । এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হেডল্যাম্প গার্নিশ, নম্বর প্লেট গার্নিশ, ক্রোম ডোর ভিসার, রুফ এজ স্পয়লার এবং সাইড বডি মোল্ডিং উইথ গার্নিশ, যা এই গাড়িটিকে একটি অনন্য লুক দিয়েছে। Toyota Rumion চারটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। দাম শুরু হচ্ছে 10.44 লক্ষ টাকা থেকে 13.73 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV

Toyota Rumion-এর 'Festive Edition'-এ ইঞ্জিনের কোনও পরিবর্তন করা হয়নি । এটিতে 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে ৷ একটি টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।এই পেট্রোল এবং সিএনজি দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে । পেট্রল সংস্করণ 20.51 কিমি/লিটার মাইলেজ দেয় এবং সিএনজি সংস্করণ 26.11 কিমি/কেজি মাইলেজ দেয়।

ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর

টয়োটা রুমিওনের অন্যান্য ফিচারস: রুমিওন শুধুমাত্র পারফরম্যান্সের দিক থেকে নয়, ফিচারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে ৷ এটিতে রয়েছে 7-ইঞ্চি স্মার্টপ্লে কাস্ট টাচস্ক্রিন অডিয়ো সিস্টেম এবং ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে সুবিধা । এছাড়াও, এতে টয়োটাতেও আই-কানেক্টও রয়েছে। এটি অন্যান্য ফিচারের মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ, লকিং এবং আনলকিং-এর সিস্টেম আছে।

Rumion-এর নিরাপত্তা : নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ৷ যেটি EBD-সহ ABS, হিল হোল্ড এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) এর সুবিধা। এই বিশেষ সংস্করণটি টয়োটা জেনুইন অ্যাক্সেসরিজ (TGA) প্যাকেজের সঙ্গে যুক্ত ৷ 20,608 অতিরিক্ত দিলেই টয়োটার জেনুইন অ্যাক্সেসরিজ পাবেন ক্রেতারা ৷ এই অফারটি সমস্ত অনুমোদিত টয়োটা ডিলারশিপে 31 অক্টোবর, 2024 পর্যন্ত পাওয়া যাবে ৷

125cc বাইকের সঙ্গে পাল্লা দিতে আসছে নতুন Pulsar N125

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.