ETV Bharat / bharat

অক্সিজেন সিলিন্ডার ফেটে একই পরিবারের 6 জনের মৃত্যু - OXYGEN CYLINDER BLAST IN UP

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রিয়াজুদ্দিনের স্ত্রীর কারণে বাড়িতে সবসময় অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হত ৷ তবে এদিনের দুর্ঘটনার কারণে এখনও জানা যায়নি ৷

OXYGEN CYLINDER BLAST IN UP
অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 3:05 PM IST

বুলন্দশহর, 22 অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা ! উত্তরপ্রদেশের বুলন্দশহরে অক্সিজেন সিলিন্ডার ফেটে ধসে পড়ে একটি বাড়ি ৷ সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ আহত আরও 3 জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বুলন্দশহরের সেকেন্দ্রাবাদ এলাকার একটি বাড়িতে প্রবল জোরে একটি বিস্ফোরণ হয় ৷ আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ তারা দেখেন বিস্ফোরণের কারণে বাড়িটির একটি অংশ ভেঙে পড়েছে ৷

এরপর তারা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশকর্মীরা ৷ উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয় ৷ বাড়িটির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান মহিলা ও শিশুরা ৷ পরে তাঁদেরকে উদ্ধার করা হয় ৷

বুলন্দশহরের জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং জানান, রিয়াজুদ্দিন নামক এক নির্মাণ শ্রমিকের বাড়িতে এদিন দুর্ঘটনাটি ঘটে ৷ মহিলা ও শিশু-সহ একসঙ্গে 19 জন বসবাস করতেন বাড়িটিতে ৷ দুর্ঘটনার পর পরিবারের বেশ কয়েকজন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান ৷ তবে ভাগ্যক্রমে বেঁচে যান কয়েকজন ৷ এনডিআরএফ-র একটি দল ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করেন ৷ সোমবার রাতভোর চলে উদ্ধারকাজ ৷

প্রথমে 5 জনের দেহ উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার সকালে আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া যায় ৷ মৃতরা হলেন, রিয়াজুদ্দিন ওরফে রাজু (50), তাঁর স্ত্রী রুকসানা (45), সালমান (16), তামান্না (24), আস মোহাম্মদ (26) এবং 3 বছরের হিবজা ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলাশাসক সিং ৷ বাড়ির ছাদের লোহার বিম কেটে উদ্ধারকাজ করা হয় বলে জানান তিনি ৷ সেকারণে এত সময় লেগেছে বলে দাবি জেলাশাসকের ৷

মঙ্গলবার সকালে বুলন্দশহরের সিনিয়র এসপি শ্লোক কুমার বলেন, "উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই বলে পরিবারের বাকি সদস্যদের দাবি ৷" তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রিয়াজউদ্দিনের স্ত্রী ৷ তাঁর জন্যই বাড়িতে সবসময় অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখা হত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন ! কীভাবে দুর্ঘটনা ?

ভয়াবহ দুর্ঘটনা ! টেম্পোর সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু একই পরিবারের 12 জনের

বুলন্দশহর, 22 অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা ! উত্তরপ্রদেশের বুলন্দশহরে অক্সিজেন সিলিন্ডার ফেটে ধসে পড়ে একটি বাড়ি ৷ সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ আহত আরও 3 জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বুলন্দশহরের সেকেন্দ্রাবাদ এলাকার একটি বাড়িতে প্রবল জোরে একটি বিস্ফোরণ হয় ৷ আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ তারা দেখেন বিস্ফোরণের কারণে বাড়িটির একটি অংশ ভেঙে পড়েছে ৷

এরপর তারা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশকর্মীরা ৷ উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয় ৷ বাড়িটির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান মহিলা ও শিশুরা ৷ পরে তাঁদেরকে উদ্ধার করা হয় ৷

বুলন্দশহরের জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং জানান, রিয়াজুদ্দিন নামক এক নির্মাণ শ্রমিকের বাড়িতে এদিন দুর্ঘটনাটি ঘটে ৷ মহিলা ও শিশু-সহ একসঙ্গে 19 জন বসবাস করতেন বাড়িটিতে ৷ দুর্ঘটনার পর পরিবারের বেশ কয়েকজন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান ৷ তবে ভাগ্যক্রমে বেঁচে যান কয়েকজন ৷ এনডিআরএফ-র একটি দল ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করেন ৷ সোমবার রাতভোর চলে উদ্ধারকাজ ৷

প্রথমে 5 জনের দেহ উদ্ধার করা হয় ৷ মঙ্গলবার সকালে আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া যায় ৷ মৃতরা হলেন, রিয়াজুদ্দিন ওরফে রাজু (50), তাঁর স্ত্রী রুকসানা (45), সালমান (16), তামান্না (24), আস মোহাম্মদ (26) এবং 3 বছরের হিবজা ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলাশাসক সিং ৷ বাড়ির ছাদের লোহার বিম কেটে উদ্ধারকাজ করা হয় বলে জানান তিনি ৷ সেকারণে এত সময় লেগেছে বলে দাবি জেলাশাসকের ৷

মঙ্গলবার সকালে বুলন্দশহরের সিনিয়র এসপি শ্লোক কুমার বলেন, "উদ্ধারকাজ শেষ হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই বলে পরিবারের বাকি সদস্যদের দাবি ৷" তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রিয়াজউদ্দিনের স্ত্রী ৷ তাঁর জন্যই বাড়িতে সবসময় অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখা হত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন ! কীভাবে দুর্ঘটনা ?

ভয়াবহ দুর্ঘটনা ! টেম্পোর সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু একই পরিবারের 12 জনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.