ETV Bharat / entertainment

বাংলার প্রাচীন লোকগানে আধুনিকতার মোড়ক, মঞ্চ মাতাচ্ছেন এই প্রজন্মের বহু শিল্পী - BANGLA FOLK SONG

আধুনিকতার মোড়ক গাওয়া গানগুলি ওইসব শিল্পীদের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিচ্ছে ৷ সঙ্গে বারেবারে ফিরে আসছে হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন লোকগান ৷

Bangla folk song
লোকগানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্পিতা চক্রবর্তী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 17, 2025, 8:19 PM IST

Updated : Feb 17, 2025, 8:33 PM IST

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন লোকগানকে এখন আধুনিকতার মোড়ক দেওয়া হচ্ছে ৷ আর এই গানগুলি গেয়েই মানুষের মন জয় করছেন, পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছেন আধুনিক প্রজন্মের বহু শিল্পী ৷ এই তালিকায় রয়েছেন বাঁকুড়ার প্রখ্যাত লোকগান রচয়িতা এবং বিখ্যাত সুরকার সুভাষ চক্রবর্তীর মেয়ে অর্পিতা চক্রবর্তী ৷ এছাড়াও রয়েছেন পৌষালী বন্দ্যোপাধ্যায়, মৈনাক পালৌধী থেকে দোহার ৷

বাংলা গানের দীর্ঘ ইতিহাসর সাক্ষী বঙ্গদেশের শ্রোতারা ৷ বারবার বিভিন্ন ধারার সঙ্গীতকে আপন করে নিয়েছেন তাঁরা । কখনও র‍্যোমান্সধর্মী বাংলা আধুনিক গান, কখনও আবার জীবনমুখী গান, আবার কখনও বাংলার লুপ্তপ্রায় হয়ে পড়ে ঝুমুর, বাউল থেকে লোকগীতি ৷ বাঙালি শ্রোতারা এইসব গানকে হৃদমাঝারে রেখেছেন আগলে । তাই একালের বহু বাঙালি সংগীতশিল্পী বাংলার বিভিন্ন জেলার প্রায় লুপ্ত হয়ে পড়া ঝুমুর, ভাদু, টুসু, ভাটিয়ালি গানকে আধুনিক রূপ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন ।

লোকগানকে সঙ্গী করেই এগোচ্ছেন আধুনিক প্রজন্মের বহু শিল্পী (ইটিভি ভারত)

অর্পিতা চক্রবর্তী, পৌষালী বন্দোপাধ্যায়, মৈনাক পালৌধী থেকে দোহারের শিল্পীরা বাংলার মাটির গানকে আধুনিকতার মোড়কে মুড়ে মঞ্চ মাতাচ্ছেন । হরেকরকম বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শোতে এই লোকগীতিকে আঁকড়ে ধরে জনমানসের কাছে দারুণ সুনাম অর্জন করতে দেখা গিয়েছে এইসব শিল্পীদের ৷ তারপরেই তাঁরা জেলায় জেলায় গান নিয়ে অনুষ্ঠান করতে পৌঁছে যাচ্ছেন এবং মঞ্চ মাতাচ্ছেন ৷

Bangla folk song
লোকগানে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা (নিজস্ব ছবি)

এপার ও ওপার বাংলার বহু পুরনো দিনের লোকগানগুলিকে আজ আধুনিক বাদ্যযন্ত্রের সহযোগিতায় অত্যন্ত আকর্ষক সঙ্গীত হিসাবে তৈরি করা হচ্ছে, যা শুনে বাঙালি সঙ্গীত গুণমুগ্ধরা দ্রুততার সঙ্গে সোশাল মিডিয়ায় তা ভাইরাল করে দিচ্ছে । আর এতেই আধুনিক প্রজন্মের বহু শিল্পী যারা একসময় এই বাংলা থেকে হারিয়ে যেতে বসা ঝুমুর, ভাদু, টুসু থেকে লোকগীতিগুলিকে আঁকড়ে নিজেদেরকে গুণী শিল্পী হিসাবে উপস্থাপিত করতে সক্ষম হচ্ছেন ।

পৌষালী বন্দ্যোপাধ্যায় হালফিলের একজন ব্যস্ততম গায়িকা । লোকগানকে হাতিয়ার করে একটি রিয়ালিটি শো থেকে তাঁর উত্থান । তিনি ইটিভি ভারতকে ফোনে বলেন, "বাংলার বিভিন্ন জেলার প্রাচীন যে সঙ্গীত, তা থেকেই কিন্তু বাংলা সঙ্গীতের জন্ম । তাই সেসব গানের বয়স হলেও তা মানুষের কাছে ব্রাত্য হয়নি । আমি এই গানকেই আধুনিক রূপ দিয়ে গেয়ে বাংলার বহু শ্রোতাদের অকুন্ঠ ভালোবাসা পেয়েছি । বাংলার আধুনিক প্রজন্মের বহু শিল্পী এখন লোকগান গেয়ে চলেছেন । এই গান হারায়নি ।"

Bangla folk song
শিল্পী অর্পিতা চক্রবর্তী (নিজস্ব ছবি)

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কালিকাপ্রসাদের ৷ তাঁর প্রচেষ্টাতেই কি ফের আরও একবার রিয়ালিটি শোয়ের মাধ্যমে লালন ফকিরের লেখা গান, ভবা পাগলার গান এত কাল পরেও জনপ্রিয়? সেই প্রশ্ন তো থেকেই যাবে ৷ তবে বাঁকুড়ার বাসিন্দা লোকগানের অন্যতম স্রষ্টা ও সুরকার 'লাল পাহাড়ির দেশে যা' সঙ্গীতের সুরস্রষ্ঠা স্বর্গীয় সুভাষ চক্রবর্তী ৷ তাঁর কন্যা অর্পিতা চক্রবর্তী সাম্প্রতিককালে একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শোয়ের হাত ধরে উঠে আসার পরে মঞ্চ মাতাচ্ছেন । তাঁর গানে বাংলার লক্ষ কোটি দর্শক মুগ্ধ । পুষ্পা-টু জনপ্রিয় চলচ্চিত্রের বাংলা ভার্সানের একটি গান গেয়ে পাদপ্রদীপের আলোয় অর্পিতা ।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি ৷ সেখানে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্পিতা বলেন, "লোকগান হল সঙ্গীতের শিকড় । এই গানকে ধরেই এগিয়ে যাচ্ছি । আমার বাবা আমার প্রেরণা । ঝুমুর গান শুনে বড় হয়েছি । এই গানকে একটু আধুনিকতার মোড়কে মুড়ে পরিবেশন করছি । আধুনিক প্রজন্মের অনেক শিল্পীরা এই গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন ।"

Bangla folk song
দুর্গাপুরে অনুষ্ঠানে অর্পিতা চক্রবর্তী (নিজস্ব ছবি)

আবারও সেই সুদীর্ঘকালের গান কালজয়ী হয়ে ঝড়ে পড়ছে আধুনিক প্রজন্মের গলায় । আর সেইসব গান নিমেষে ভাইরাল হচ্ছে । অগণিত শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে একসময় হারিয়ে যাওয়া ঝুমুর, ভাদু, টুসু,বাউল ও লোকগীতির আধুনিক সংযোজন । আর সেইসব গানকে সঙ্গী করেই এগোচ্ছে আজকের বহু শিল্পীরা ।

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন লোকগানকে এখন আধুনিকতার মোড়ক দেওয়া হচ্ছে ৷ আর এই গানগুলি গেয়েই মানুষের মন জয় করছেন, পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছেন আধুনিক প্রজন্মের বহু শিল্পী ৷ এই তালিকায় রয়েছেন বাঁকুড়ার প্রখ্যাত লোকগান রচয়িতা এবং বিখ্যাত সুরকার সুভাষ চক্রবর্তীর মেয়ে অর্পিতা চক্রবর্তী ৷ এছাড়াও রয়েছেন পৌষালী বন্দ্যোপাধ্যায়, মৈনাক পালৌধী থেকে দোহার ৷

বাংলা গানের দীর্ঘ ইতিহাসর সাক্ষী বঙ্গদেশের শ্রোতারা ৷ বারবার বিভিন্ন ধারার সঙ্গীতকে আপন করে নিয়েছেন তাঁরা । কখনও র‍্যোমান্সধর্মী বাংলা আধুনিক গান, কখনও আবার জীবনমুখী গান, আবার কখনও বাংলার লুপ্তপ্রায় হয়ে পড়ে ঝুমুর, বাউল থেকে লোকগীতি ৷ বাঙালি শ্রোতারা এইসব গানকে হৃদমাঝারে রেখেছেন আগলে । তাই একালের বহু বাঙালি সংগীতশিল্পী বাংলার বিভিন্ন জেলার প্রায় লুপ্ত হয়ে পড়া ঝুমুর, ভাদু, টুসু, ভাটিয়ালি গানকে আধুনিক রূপ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন ।

লোকগানকে সঙ্গী করেই এগোচ্ছেন আধুনিক প্রজন্মের বহু শিল্পী (ইটিভি ভারত)

অর্পিতা চক্রবর্তী, পৌষালী বন্দোপাধ্যায়, মৈনাক পালৌধী থেকে দোহারের শিল্পীরা বাংলার মাটির গানকে আধুনিকতার মোড়কে মুড়ে মঞ্চ মাতাচ্ছেন । হরেকরকম বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শোতে এই লোকগীতিকে আঁকড়ে ধরে জনমানসের কাছে দারুণ সুনাম অর্জন করতে দেখা গিয়েছে এইসব শিল্পীদের ৷ তারপরেই তাঁরা জেলায় জেলায় গান নিয়ে অনুষ্ঠান করতে পৌঁছে যাচ্ছেন এবং মঞ্চ মাতাচ্ছেন ৷

Bangla folk song
লোকগানে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা (নিজস্ব ছবি)

এপার ও ওপার বাংলার বহু পুরনো দিনের লোকগানগুলিকে আজ আধুনিক বাদ্যযন্ত্রের সহযোগিতায় অত্যন্ত আকর্ষক সঙ্গীত হিসাবে তৈরি করা হচ্ছে, যা শুনে বাঙালি সঙ্গীত গুণমুগ্ধরা দ্রুততার সঙ্গে সোশাল মিডিয়ায় তা ভাইরাল করে দিচ্ছে । আর এতেই আধুনিক প্রজন্মের বহু শিল্পী যারা একসময় এই বাংলা থেকে হারিয়ে যেতে বসা ঝুমুর, ভাদু, টুসু থেকে লোকগীতিগুলিকে আঁকড়ে নিজেদেরকে গুণী শিল্পী হিসাবে উপস্থাপিত করতে সক্ষম হচ্ছেন ।

পৌষালী বন্দ্যোপাধ্যায় হালফিলের একজন ব্যস্ততম গায়িকা । লোকগানকে হাতিয়ার করে একটি রিয়ালিটি শো থেকে তাঁর উত্থান । তিনি ইটিভি ভারতকে ফোনে বলেন, "বাংলার বিভিন্ন জেলার প্রাচীন যে সঙ্গীত, তা থেকেই কিন্তু বাংলা সঙ্গীতের জন্ম । তাই সেসব গানের বয়স হলেও তা মানুষের কাছে ব্রাত্য হয়নি । আমি এই গানকেই আধুনিক রূপ দিয়ে গেয়ে বাংলার বহু শ্রোতাদের অকুন্ঠ ভালোবাসা পেয়েছি । বাংলার আধুনিক প্রজন্মের বহু শিল্পী এখন লোকগান গেয়ে চলেছেন । এই গান হারায়নি ।"

Bangla folk song
শিল্পী অর্পিতা চক্রবর্তী (নিজস্ব ছবি)

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কালিকাপ্রসাদের ৷ তাঁর প্রচেষ্টাতেই কি ফের আরও একবার রিয়ালিটি শোয়ের মাধ্যমে লালন ফকিরের লেখা গান, ভবা পাগলার গান এত কাল পরেও জনপ্রিয়? সেই প্রশ্ন তো থেকেই যাবে ৷ তবে বাঁকুড়ার বাসিন্দা লোকগানের অন্যতম স্রষ্টা ও সুরকার 'লাল পাহাড়ির দেশে যা' সঙ্গীতের সুরস্রষ্ঠা স্বর্গীয় সুভাষ চক্রবর্তী ৷ তাঁর কন্যা অর্পিতা চক্রবর্তী সাম্প্রতিককালে একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শোয়ের হাত ধরে উঠে আসার পরে মঞ্চ মাতাচ্ছেন । তাঁর গানে বাংলার লক্ষ কোটি দর্শক মুগ্ধ । পুষ্পা-টু জনপ্রিয় চলচ্চিত্রের বাংলা ভার্সানের একটি গান গেয়ে পাদপ্রদীপের আলোয় অর্পিতা ।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি ৷ সেখানে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্পিতা বলেন, "লোকগান হল সঙ্গীতের শিকড় । এই গানকে ধরেই এগিয়ে যাচ্ছি । আমার বাবা আমার প্রেরণা । ঝুমুর গান শুনে বড় হয়েছি । এই গানকে একটু আধুনিকতার মোড়কে মুড়ে পরিবেশন করছি । আধুনিক প্রজন্মের অনেক শিল্পীরা এই গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন ।"

Bangla folk song
দুর্গাপুরে অনুষ্ঠানে অর্পিতা চক্রবর্তী (নিজস্ব ছবি)

আবারও সেই সুদীর্ঘকালের গান কালজয়ী হয়ে ঝড়ে পড়ছে আধুনিক প্রজন্মের গলায় । আর সেইসব গান নিমেষে ভাইরাল হচ্ছে । অগণিত শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে একসময় হারিয়ে যাওয়া ঝুমুর, ভাদু, টুসু,বাউল ও লোকগীতির আধুনিক সংযোজন । আর সেইসব গানকে সঙ্গী করেই এগোচ্ছে আজকের বহু শিল্পীরা ।

Last Updated : Feb 17, 2025, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.