ETV Bharat / state

ফুলবাড়িতে বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার দূরে উদ্ধার মর্টার শেল - MORTAR SHELL RECOVERY

সোমবার সকালে মর্টার শেলটি উদ্ধার হয় ৷ মঙ্গলবার সেটি নিষ্ক্রিয় করা হবে ৷

MORTAR SHELL RECOVERY
ফুলবাড়িতে বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার দূরে উদ্ধার মর্টার শেল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2025, 9:28 PM IST

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: ওপার বাংলায় অশান্তি । পারদ ক্রমে বেড়েই চলছে ভারত-বাংলাদেশ সম্পর্কে । ইতিমধ্যে সীমান্ত নিয়ে বৈঠকও করেছেন দুই পারের সেনা আধিকারিকরা । আর এরই মাঝে ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র পাঁচশো মিটার দূরে একটি মর্টার শেল উদ্ধার হল । সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয় ।

এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের পার্কিং এলাকার ভিতরে ওই মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন ট্রাক চালকরা । এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ । পুলিশ পৌঁছে গোটা এলাকাটি ঘিরে ফেলে । পাশাপাশি খবর দেওয়া হয় সেনাবাহিনী ও বিএসএফ-কে । দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয় শেলটিকে মঙ্গলবার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হবে ।

Mortar Shell Recovery
বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার দূরে উদ্ধার মর্টার শেল (নিজস্ব ছবি)

এই বিষয়ে ফুলবাড়ি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর লস্কর বলেন, "সকালে কাজ করার সময় পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয় । প্রায় এক ফুট লম্বা । দেখামাত্রই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ও সেনাবাহিনী এসে সবাইকে নিরাপদ দূরত্বে পাঠায় । আগামিকাল নিষ্ক্রিয় করা হবে । তবে এই ঘটনায় আমরা আতঙ্কিত । কয়েক বছর আগেও একইভাবে মর্টার শেল উদ্ধার হয়েছিল ।"

Mortar Shell Recovery
উদ্ধার হওয়া মর্টার শেল (নিজস্ব ছবি)

তবে পুলিশের প্রাথমিক অনুমান, সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানের সময় কোনোভাবে ওই শেলটি তিস্তা নদীর স্রোতে চলে আসে । ভুটানের ট্রাকে ওই মর্টার শেলটি বালি পাথর তোলার সময় কোনোভাবে ট্রাকে করে চলে এসেছে । এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং বলেন, "ভুটানের ট্রাকে শেলটি কোনোভাবে এসেছে । সেটিকে নিরাপদে রাখা হয়েছে ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে । সেনা বিষয়টি দেখছে । আগামিকাল সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে ।"

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: ওপার বাংলায় অশান্তি । পারদ ক্রমে বেড়েই চলছে ভারত-বাংলাদেশ সম্পর্কে । ইতিমধ্যে সীমান্ত নিয়ে বৈঠকও করেছেন দুই পারের সেনা আধিকারিকরা । আর এরই মাঝে ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র পাঁচশো মিটার দূরে একটি মর্টার শেল উদ্ধার হল । সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয় ।

এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের পার্কিং এলাকার ভিতরে ওই মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন ট্রাক চালকরা । এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ । পুলিশ পৌঁছে গোটা এলাকাটি ঘিরে ফেলে । পাশাপাশি খবর দেওয়া হয় সেনাবাহিনী ও বিএসএফ-কে । দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয় শেলটিকে মঙ্গলবার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হবে ।

Mortar Shell Recovery
বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার দূরে উদ্ধার মর্টার শেল (নিজস্ব ছবি)

এই বিষয়ে ফুলবাড়ি ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর লস্কর বলেন, "সকালে কাজ করার সময় পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয় । প্রায় এক ফুট লম্বা । দেখামাত্রই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ও সেনাবাহিনী এসে সবাইকে নিরাপদ দূরত্বে পাঠায় । আগামিকাল নিষ্ক্রিয় করা হবে । তবে এই ঘটনায় আমরা আতঙ্কিত । কয়েক বছর আগেও একইভাবে মর্টার শেল উদ্ধার হয়েছিল ।"

Mortar Shell Recovery
উদ্ধার হওয়া মর্টার শেল (নিজস্ব ছবি)

তবে পুলিশের প্রাথমিক অনুমান, সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানের সময় কোনোভাবে ওই শেলটি তিস্তা নদীর স্রোতে চলে আসে । ভুটানের ট্রাকে ওই মর্টার শেলটি বালি পাথর তোলার সময় কোনোভাবে ট্রাকে করে চলে এসেছে । এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং বলেন, "ভুটানের ট্রাকে শেলটি কোনোভাবে এসেছে । সেটিকে নিরাপদে রাখা হয়েছে ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে । সেনা বিষয়টি দেখছে । আগামিকাল সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.