জলপাইগুড়ি, 17 ফেব্রুয়ারি: সদ্যোজাত সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে কয়েকঘণ্টা বসে রইলেন মা। আঁতুড় তাই ভাড়া বাড়িতে ঢুকতে দিলেন না বাড়ির মালিক ! এমন অভিযোগকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি পুরসভা এলাকায়। সংবাদমাধ্যমকে দেখেই সদ্যোজাত শিশু ও তার মাকে বাড়িতে প্রবেশ করতে দিলেন বাড়ির মালিক।
হাসপাতাল থেকে ছুটি পেয়ে ভাড়া বাড়িতে ঢুকতে না পেরে কয়েকঘণ্টা জলপাইগুড়ি পুরসভার ফ্লাড শেল্টারের সিঁড়িতে সদ্যোজাতকে নিয়ে বসে রইলেন মৌসুমী নামে ওই মহিলা। এমন ঘটনা দেখার পরেই স্থানীয় মানুষরা ক্ষিপ্ত হয়ে ওঠেন । মহিলা বারবার বাড়ির ভিতরে প্রবেশের জন্য অনুরোধ করলেও দীর্ঘক্ষণ রাজি হননি বাড়ির মালিক। শেষমেশ অবশ্য পরিস্থিতি বদলায়।
বাড়ির মালিক, স্থানীয় বাসিন্দা ও পুরসভার বক্তব্য (ইটিভি ভারত) জানা গিয়েছে, জলপাইগুড়ির সেনপাড়া কালীতলা রোডের বাসিন্দা দিলীপ সেনের বাড়িতে ভাড়া থাকেন গোপাল সেন ও তাঁর স্ত্রী মৌসুমী সেন। গত শুক্রবার প্রসব যন্ত্রণা শুরু হলে মৌসুমীকে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই পুত্রসন্তানের জন্ম দেন । সোমবার দুপুরে ছুটির পর ছেলেকে নিয়ে ভাড়াবাড়িতে ঢুকতে চাইলে মালিক তাঁকে ঢুকতে দেননি বলে অভিযোগ । পরে বাড়ির মালকিন প্রতিমা সেন বলেন, "আমার স্বামী কোনওভাবেই মানবেন না । তাই আমি মৌসুমীকে বলেছিলাম, তুমি অন্য জায়গায় ভাড়া চলে যাও । না হলে কয়েকদিন বাপের বাড়িতে গিয়ে থাকার কথাও বলেছিলাম । কিন্তু ওর থাকার কোনও জায়গা ছিল না। তাই আমি বাড়িতে নিয়ে এসেছি । এখন আর কোনও সমস্যা নেই ।"
এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার উপ-পুুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, "এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা । এই একবিংশ শতাব্দীতে এসব কেউ মানে না কি! খবর পেয়ে আমি স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কোতয়ালি থানার সঙ্গে কথা বলেছি । এখন সদ্যোজাত শিশুকে নিয়ে মা বাড়িতে প্রবেশ করেছেন। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই । তারা এই ঘটনা প্রকাশ্যে এনেছে ।"