নয়াদিল্লি, 22 অক্টোবর: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির মঙ্গলবারের বৈঠকে বিশৃঙ্খলা। কাচের বোতল ভেঙে ঢুকে গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তরজার মধ্যেই ঘটে এমন ঘটনা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে বিশৃঙ্খল আচরণের জন্য কল্যাণকে একদিনের জন্য় যৌথ সংসদীয় কমিটি থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি হাতে চোট লাগায় কল্যাণকে প্রাথমিক চিকিৎসাও দিতে হয়েছে।
পরে তাঁকে স্যুপ খাওয়ানো হয় । সে ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । আরও পরে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং আসাদুউদ্দিন ওয়েসির সঙ্গে আবারও বৈঠকে ফিরে যেতে দেখা যায় কল্যাণকে। এরপরই বহিস্কারের কথা প্রকাশ্যে আসে। ওয়াকফ বিল নিয়ে চর্চা চলছে গত বেশ কয়েকদিন ধরে। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে থাকা সংসদীয় কমিটি এই বিল নিয়ে আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের মতামত শুনছিল।
বিরোধী সাংসদরা জানতে চান এই বিলে তাঁদের ভূমিকা কী? এরইমধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ ও অভিজিৎ । সে সময় কল্যাণের হাতের কাছে থাকা কাচের বোতল ভেঙে য়ায়। কাচের অংশ হাতে ঢুকে গিয়ে আহত হন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। শেষমেশ বিশৃঙ্খলার অভিযোগে কল্যাণকে একদিনের জন্য কমিটির সদস্য় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
কল্যাণের সাংসদীয় জীবন প্রথম থেকেই ঘটনাবহুল। আগেও একাধিকবার তিনি সংসদে আচরণের জন্য শাস্তির মুখে পড়েছেন। গত লোকসভার অধিবেশন শেষ এবং এই লোকসভা অধিবেশনের শুরুতে তাঁর দুটি আচরণ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। গত লোকসভার অধিবেশনের একেবারে শেষে বিভিন্ন বিরোধী সাংসদরা সংসদ চত্বরে অবস্থান বিক্ষোভ করছিলেন। সে সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করেছিলেন কল্যাণ। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় নিজের আসনে বসে তাঁকে বলতে শোনা গিয়েছিল কল্যাণ এই আচরণ করে শুধু তাঁকে নয় সমগ্র জাঠ-সমাজকে অপমান করেছেন। এরপর এবারের লোকসভার প্রথম অধিবেশনে বিজেপির 'ইসবার চারশো পার' স্লোগান নিয়ে কটাক্ষ করেন কল্যাণ। চু-কিত-কিত শব্দের ব্যবহার করেন শ্রীরামপুরের সাংসদ । এবার ফের সংসদীয় কমিটির বৈঠকে কল্যাণের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ করার অভিযোগ উঠল তৃণমূলের চারবারের সাংসদের বিরুদ্ধে।