নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি:ফের ভারতীয় নৌবাহিনীর মানবিক রূপ প্রকাশ পেল ৷ ঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইরানের মাছ ধরার জাহাজকে ৷ এর ফলে প্রাণে বাঁচলেন ওই জাহাজে থাকা ছ'জন সদস্য ৷ ভারতীয় নৌবাহিনী ইরানি মাছ ধরার জাহাজের মেরামতের কাজ করে। পাশাপাশি সেখানে থাকা তিনজনকে চিকিৎসায় সাহায্যও করে ৷ নৌবাহিনী তরফে সোমবার এমনটাই জানানো হয়েছে ।
জানা গিয়েছে, ইরানি মাছ ধরার জাহাজ 'আমিন' 6 জন ক্রু নিয়ে ডুকমের পূর্বে যাচ্ছিল ৷ সেসময় একটি বাণ্যিজিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় ৷ সেই কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ইরানি জাহাজটি । জল ঢুকতে শুরু করে জাহাজে ৷ যোগাযোগ করা হয় ভারতীয় নৌবাহীনীর সঙ্গে ৷ ভারতীয় নৈবাহিনী ফিশিং ভেসেলের ডাকে সাড়া দেয় এবং সামুদ্রিক নিরাপত্তা অপারেশনের জন্য উত্তর আরব সাগরে মোতায়েন থাকা ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ সেখানে পৌঁছয় ৷ ইরানি জাহাজটিকে মেরামত করে পুনরায় ছাড়ার জন্য প্রস্তুত করে ৷
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আহত 3 ক্রু সদস্যকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে । ভারতীয় নৌবাহিনীর নিরলস এবং অবিরাম প্রচেষ্টা এই অঞ্চলে আসা সমস্ত জাহাজ এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করে । ভারতীয় নৌবাহিনী এক্স পোস্টে লিখেছে,"ভারতীয় নৌবাহিনী ইরানি মাছ ধরার জাহাজকে সহায়তা করে মেরামত করে দিয়েছে ৷ পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান করে । ডুকমের পূর্বে এফভি আমিনের একটি বাণ্যিজিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় ৷ যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানি জাহাজটি বলে অভিযোগ ।"
জানুয়ারির শুরুতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমের অগ্নিনির্বাপক দল সফলভাবে বাণিজ্যিক জাহাজ মার্লিন লুয়ান্ডায় আগুন নিয়ন্ত্রণে আনে । গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে এমভির ক্রুদের সঙ্গে ছিল । ভারতীয় নৌবাহিনীর ওই ঘটনার ভিজ্যুয়ালও শেয়ার করেছিল ৷ তাতে দেখা যায়, দমকলকর্মীরা বাণ্যিজিক জাহাজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ৷
আরও পড়ুন:
- আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
- সোমালিয়ায় অপহৃত মালবাহী জাহাজে 15 ভারতীয়, নজর রাখছে নৌসেনা
- ভারতীয় সংস্কৃতি অনুসারে নৌবাহিনীর পদের নামকরণ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর