নয়াদিল্লি, 3 জুন: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল বছর সাতের বিগল প্রজাতির এক সারমেয় ৷ মাইট্রাল ভালভ স্টেনোসিস, যা মাইট্রাল স্টেনোসিস নামেও পরিচিত ওই রোগে 'জুলিয়েট' ভুগছিল দু'বছর ধরে ৷ জটিল এই রোগে দিন দিন নেতিয়ে পড়েছিল জুলিয়েট ৷ সম্প্রতি, তাকে ভরতি করা হয় দিল্লির এক বেসরকারি পশু হাসপাতালে ৷ সেখানেই ওই সারমেয়র জটিল রোগের অস্ত্রোপচার হয় ৷ জুলিয়েটের হার্ট সর্জারির পর বেসরকারি পশু চিকিৎসকরা দাবি করেছেন, যে এটি ভারতীয় উপমহাদেশে প্রথম সফল অস্ত্রোপচার ৷ এই হার্ট সার্জারি বিগল প্রজাতির সারমেয়র শরীরেই প্রথম প্রয়োগ করে দেখা হল ৷
কুকুরের হার্ট সার্জারি! নজিরবিহীন সাফল্য ভারতের - dog heart surgery
Beagle Dog Breed: দিল্লির হাসপাতালে সফল হল এক সারমেয়র হার্ট সার্জারি ৷ ভারতীয় উপমহাদেশে কুকুরের শরীরে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম ৷ পোষা কুকুরটিকে অস্ত্রোপচারের দুই দিন পরে স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
Published : Jun 3, 2024, 1:41 PM IST
ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ভানু দেব শর্মা জানিয়েছেন, ভারত-সহ গোটা বিশ্বে কুুকুরের শরীরে এই রোগ বাসা বাঁধে ৷ প্রায় 80 শতাংশ কুকুরই মাইট্রাল ভালভ স্টেনোসিস রোগে আক্রান্ত হয় ৷ এই রোগের প্রভাবে হৃদপিণ্ডে সঞ্চালন হয় না ৷ পাশাপাশি ফুসফুসেও জল জমে যায় ৷ এই রোগের ওষুধও আছে ৷ তবে ওষুধ দিয়ে এই সমস্যা থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব নয় ৷ যার ফলে কুকুরের মৃত্যু পর্যন্ত হয় ৷ সার্জনরা গত 30 মে একটি ভালভ ক্ল্যাম্প ব্যবহার করে ট্রান্সক্যাথেটার এজ-টু-এজ রিপেয়ার (টিইইআর) পদ্ধতিতে ওর অস্ত্রোপচার হয়। এটিকে হাইব্রিড সার্জারি বলা হয় কারণ এটি একটি মাইক্রোসার্জারি এবং ইন্টারভেনশনাল পদ্ধতির মিশ্রণ।"
তিনি আরও জানিয়েছেন, এই পদ্ধতির সবচেয়ে ভালো দিক হল, এটিতে ঝুঁকি ন্যূনতম। এটি ওপেন-হার্ট সার্জারির মতো জটিল বা ঝুঁকিপূর্ণ নয় ৷ ওই পোষ্যর অভিভাবকরা জানান, তাঁরা গত এক বছর ধরে জুলিয়েটকে (বিগল প্রজাতির ওই সারমেয়) হার্টের ওষুধ দিচ্ছিলেন ৷ তবে, তাতে সে সুস্থ হয়নি ৷