রায়গড়, 3 মে: লোকসভা নির্বাচনের মধ্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন উদ্ধবসেনার নেত্রী সুষমা আন্ধারে ৷ ভোট প্রচারে যাওয়ার আগে ভেঙে পড়ল তাঁর হেলিকপ্টার ৷ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান নেত্রী এবং হেলিকপ্টারের চালক ৷ ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার মাহারে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রায়গড়ে পরপর দুটি ব়্যালি করার কথা ছিল সুষমার ৷ কিন্তু মাহারের পর সকলে ক্লান্ত হয়ে পড়ায় শুক্রবার সকালে বারামতিতে ব়্যালি করার সিদ্ধান্ত নেন সুষমা ৷ সেইমতো একটি হেলিপ্যাডে তৈরি করা হয় মাহারে ৷ শুক্রবার সকালে সময়ের মধ্যে হেলিপ্যাডের কাছে পৌঁছে যান উদ্ধবসেনার নেত্রী ৷
কিন্তু সময়ের মধ্যে চপার না আসায় কো-অর্ডিনেটরকে ফোন করেন সুষমা ৷ সেই ফোনের কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছায় হেলিকপ্টার ৷ ল্যান্ডিংয়ের জন্য হেলিপ্যাডের উপর দু'বার ঘোরে ৷ কিন্তু নামার সময় মাটি থেকে 10 ফুট উপরে আচমকাই সেটি বেসামাল হয়ে যায় ৷ পাইলট চপারটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, শেষরক্ষা হয়নি ৷ বিকট শব্দ করে মাটির উপর আছড়ে পড়ে হেলিকপ্টার, ভেঙে কয়েক টুকরো হয়ে যায় ৷ ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায় ৷