চেন্নাই, 1 ডিসেম্বর: যাত্রীদের নিয়ে অবতরণের চেষ্টা করছে একটি বিমান ৷ এদিকে ঘূর্ণিঝড় ফেঞ্জলের দাপটে তখনও ঝোড়ো হাওয়া বইছে চেন্নাইয়ের বিমানবন্দরে ৷ তার মধ্যে ইন্ডিগোর বিমানটির নামার বারংবারের চেষ্টা ব্যর্থ হচ্ছে ৷ তাই পাইলট বিমানটিকে নিয়ে উড়ে গেলেন ৷ এরকম একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এনিয়ে নেটিজেনরা নানারকম পরামর্শ দিয়েছে ৷
এর জবাবে ঘটনার ব্যাখ্যা দিয়েছে ইন্ডিগো এয়ারলায়েন্স ৷ ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে শনিবার ভোর থেকেই চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ তাই চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ দুপুর 12.30 মিনিট থেকে রাত 1টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ৷
Due to adverse weather conditions, including rain and strong, gusty winds (which later led to the closure of Chennai airport), the cockpit crew of flight 6E 683, operating between Mumbai and Chennai, executed a go-around on November 30, 2024, in accordance with established safety… pic.twitter.com/bmEEIViiLf
— ANI (@ANI) December 1, 2024
এর মধ্য়ে ইন্ডিগোর 6E 683 বিমানটি মুম্বই থেকে চেন্নাই পৌঁছয় ৷ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার জন্য নামতে পারেনি ৷ সেই সময় বাতাসের গতিবেগের কারণে বিমানটি আনুভূমিকভাবে রানওয়েতে নামছিল ৷ অবতরণের সময় হঠাৎ বিমানটি বেসামাল হয়ে টলমল করতে থাকে ৷ ভিডিয়ো দেখে মনে হবে যেন বিমানটি খেলনা এবং বৃষ্টি ও বাতাস তাকে নিয়ে খেলা করছে ৷
ইন্ডিগো এয়ারলায়েন্স এর ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, "বৃষ্টি হচ্ছিল এবং ঝোড়ো বাতাস বইছিল ৷ এই প্রতিকূল আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ছিল ৷ 30 নভেম্বর তারিখে মুম্বই থেকে চেন্নাইগামী 6E 683 বিমানের পাইলট নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে ফিরিয়ে নিয়ে যায় ৷" বিমান সংস্থা আরও স্পষ্ট করে জানায়, প্রয়োজনে এই ধরনের পদক্ষেপ করা হয় ৷ বিমানচালকরা এই পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ নিয়েছেন ৷ শনিবার রাত 8টা 20 মিনিট নাগাদ পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ৷ চেন্নাই থেকে ছাড়া এবং চেন্নাইগামী 200-র বেশি বিমানের ওঠানামা বন্ধ রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷