হাওড়া, 1 ডিসেম্বর: বাড়ির সামনে মাটি খোঁড়ার সময় ইট সরাতেই চমকে ওঠে শুভাশিস ৷ ইটের ফাঁকে দেখতে পায় দু'টি সাদা সাপ ৷ দেরি না-করে দ্রুত বিষয়টি তাঁর শিক্ষক অয়ন বরকে জানায় ৷ তিনিই খবর দেন 'ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর' গ্রুপের সদস্য তথা পরিবেশকর্মী অভীক মাইতিকে ৷ এরপরই উদ্ধার করা হয় সাপ দু'টিকে ৷ রবিবার ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুর থানার দু'নম্বর ব্লকের ডিহিমণ্ডল ঘাট এলাকার সাঁইবেড়িয়া গ্রামে ।
বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া সাপ দু'টির নাম অ্যালবিনো কুকরি । যাকে বাংলায় 'উদয়কাল সাপ' বলা হয় । সাঁইবেড়িয়া গ্রামের কলেজ পড়ুয়া শুভাশিস বাড়ির সামনে মাটি খোঁড়ার সময় ইট সরাতে গিয়ে সাপ দু'টি দেখতে পায় । এরপরই খবর চাউর হতেই এলাকায় হইচই পড়ে যায় । উদ্ধার হওয়া একটি উদয়কাল সাপ স্বাভাবিক রঙের হলেও অন্যটি সাদা রঙের । অর্থাৎ, সেটি 'অ্যালবিনো কুকরি'। সাপ দু'টিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । এর আগে হাওড়া জেলায় এই ধরনের সাপ কখনও দেখা যায়নি বলে জানা গিয়েছে ৷
উদয়কাল একটি নির্বিষ সাপ । বিরল না হলেও এই এলাকাতে সচরাচর দেখা যায় না । 'অ্যালবিনিশম' একটি জেনেটিক মিউটেশন । পিগমেন্টেশনের অভাবে এদের ত্বকের রং ফ্যাকাশে বা সাদা হয়ে যায় । লিউশিজিমের জন্য চোখের রং কালো থাকলেও অ্যালবিনোর চোখের রং লাল হয় ।
প্রসঙ্গত, চলতি বছরেই উত্তরাখণ্ডের দেরাদুনে অ্যালবিনো অলিগোডন আর্নেনসিসের আবিষ্কার এই প্রজাতির পরিচিত বিতরণে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে গবেষকরা চিহ্নিত করেন । পূর্বে অলিগোডন আর্নেনসিস ছিল কুকরি সাপের একটি বিরল রূপ ৷ এটি উত্তরাখণ্ডের রুদ্রপুরে এর আগে একবারই দেখা গিয়েছিল ৷ যা বিশেষভাবে উল্লেখযোগ্য । এই ধরনের রেকর্ডগুলি ভারতে সরীসৃপের জীববৈচিত্র্য এবং বিতরণের ধরণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই গবেষকদের অভিমত ।