ETV Bharat / bharat

নেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা, কোটায় নির্মীয়মান টানেল ভেঙে মৃত শ্রমিক - RAJASTHAN KOTA TUNNEL COLLAPSE

সিল্কয়ারা টানেলের দুর্ঘটনা ঘটেছিল নভেম্বরেই ৷ সেই স্মৃতি উসকে দিল রাজস্থানের কোটায় টানেল দুর্ঘটনা ৷

Rajasthan Tunnel Collapse Incident
রাজস্থানের কোটায় নির্মীয়মান টানেল ভেঙে দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 8:08 PM IST

কোটা, 1 ডিসেম্বর: টানেলে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের ৷ শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের কোটা জেলায় ৷ এখানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আটটি লেনের একটি টানেল তৈরি হচ্ছে ৷ এক বছর আগে নভেম্বরে উত্তরপ্রদেশের উত্তরকাশীতে সিল্কইয়ারায় নির্মীয়মান টানেল ভেঙে আটকে পড়েছিলেন 41 জন শ্রমিক ৷ দু'সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর তাঁদের উদ্ধার করা হয় ৷

কোটা জেলার মুকুন্দ্র হিলস টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই টানেলে 5 কিলোমিটার পথ খোঁড়ার কাজ চলছিল ৷ তখনই দুর্ঘটনা ঘটে ৷ 4 জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৷ রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটে ৷

খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় ৷ আসে অ্যাম্বুল্যান্সও ৷ আটকে থাকা শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বাইরে বের করে আনা হয় ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয় ৷ আহত শ্রমিকদের মধ্যে একজন সামশের সিংয়ের চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৷ বাকি তিনজন মনু, অজয় চিকিৎসা চলছে ৷ আরেকজনের আঘাত সামান্য ছিল ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় ৷

Rajasthan Tunnel Collapse Incident
কোটায় নির্মীয়মান টানেল ভেঙে মৃত এক শ্রমিক (ইটিভি ভারত)

জখম শ্রমিক মনু অভিযোগ করেন, নির্মাণকারী কোম্পানি তাঁদের নিরাপত্তার কোনও বন্দোবস্তই করেনি ৷ তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন ৷ এর ফলেই সামশেরের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনার পর গভীর রাতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ৷ তাদের তরফে এখনও কোনও বিবৃতি দায়ের করা হয়নি ৷

মোদক থানার আধিকারিক যোগেশ কুমার শর্মা জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান ৷ আহতদের হাসপাতালে পাঠান ৷ টানেলটির নির্মাণ কাজ করছিল দিলীপ বিল্ডকন কোম্পানি ৷ এই ঘটনা মনে করিয়ে দেয় এক বছর আগের উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলের ঘটনার কথা ৷

12 নভেম্বর, 2023 ৷ দেশজুড়ে দীপাবলির দিন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভোর 5.30টা নাগাদ নির্মীয়মান সিল্কিয়ারা-বারকোট টানেলে ধস নামে ৷ টানেলটি শুরুর কাছে প্রায় 150-200 মিটার অংশ ভেঙে পড়ে ৷ ভিতরে আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ চার ধাম অল ওয়েদার প্রজেক্টের অংশ এই সিল্কিয়ারা টানেলটি ব্রহ্মখাল-যমুনোত্রী হাইওয়েতে অবস্থিত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ৷

শ্রমিকদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে থাকেন আধিকারিকরা ৷ একটি কমপ্রেসড পাইপের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের কাছে শুকনো খাবার, জল, ইলেক্ট্রিসিটি পৌঁছনোর ব্যবস্থা করা হয় ৷ এনডিআরএফ, এসডিআরএফ, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, এনএইচআইডিসিএল, ইন্দো-টিবেতান বর্ডার পুলিশ বা আইটিবিটির একটি যৌথ উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করে ৷ 17দিন ধরে সেখানে আটকে থাকার পর 41 জন শ্রমিককে উদ্ধারের অসম্ভব কাজকে সম্ভব করে উদ্ধারকারী দল ৷ 28 নভেম্বর দুপুর 2টোর খানিক আগে ড্রিলিংয়ের কাজ শেষ করেন উদ্ধারকারী দল ৷ পরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে বন্দি 41 জন শ্রমিক বন্দি অবস্থা থেকে মুক্তি পান ৷

কোটা, 1 ডিসেম্বর: টানেলে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের ৷ শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের কোটা জেলায় ৷ এখানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আটটি লেনের একটি টানেল তৈরি হচ্ছে ৷ এক বছর আগে নভেম্বরে উত্তরপ্রদেশের উত্তরকাশীতে সিল্কইয়ারায় নির্মীয়মান টানেল ভেঙে আটকে পড়েছিলেন 41 জন শ্রমিক ৷ দু'সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর তাঁদের উদ্ধার করা হয় ৷

কোটা জেলার মুকুন্দ্র হিলস টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই টানেলে 5 কিলোমিটার পথ খোঁড়ার কাজ চলছিল ৷ তখনই দুর্ঘটনা ঘটে ৷ 4 জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৷ রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটে ৷

খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় ৷ আসে অ্যাম্বুল্যান্সও ৷ আটকে থাকা শ্রমিকদের ধ্বংসস্তূপ থেকে বাইরে বের করে আনা হয় ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয় ৷ আহত শ্রমিকদের মধ্যে একজন সামশের সিংয়ের চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৷ বাকি তিনজন মনু, অজয় চিকিৎসা চলছে ৷ আরেকজনের আঘাত সামান্য ছিল ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় ৷

Rajasthan Tunnel Collapse Incident
কোটায় নির্মীয়মান টানেল ভেঙে মৃত এক শ্রমিক (ইটিভি ভারত)

জখম শ্রমিক মনু অভিযোগ করেন, নির্মাণকারী কোম্পানি তাঁদের নিরাপত্তার কোনও বন্দোবস্তই করেনি ৷ তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন ৷ এর ফলেই সামশেরের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনার পর গভীর রাতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ৷ তাদের তরফে এখনও কোনও বিবৃতি দায়ের করা হয়নি ৷

মোদক থানার আধিকারিক যোগেশ কুমার শর্মা জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান ৷ আহতদের হাসপাতালে পাঠান ৷ টানেলটির নির্মাণ কাজ করছিল দিলীপ বিল্ডকন কোম্পানি ৷ এই ঘটনা মনে করিয়ে দেয় এক বছর আগের উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলের ঘটনার কথা ৷

12 নভেম্বর, 2023 ৷ দেশজুড়ে দীপাবলির দিন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভোর 5.30টা নাগাদ নির্মীয়মান সিল্কিয়ারা-বারকোট টানেলে ধস নামে ৷ টানেলটি শুরুর কাছে প্রায় 150-200 মিটার অংশ ভেঙে পড়ে ৷ ভিতরে আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ চার ধাম অল ওয়েদার প্রজেক্টের অংশ এই সিল্কিয়ারা টানেলটি ব্রহ্মখাল-যমুনোত্রী হাইওয়েতে অবস্থিত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ৷

শ্রমিকদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে থাকেন আধিকারিকরা ৷ একটি কমপ্রেসড পাইপের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের কাছে শুকনো খাবার, জল, ইলেক্ট্রিসিটি পৌঁছনোর ব্যবস্থা করা হয় ৷ এনডিআরএফ, এসডিআরএফ, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, এনএইচআইডিসিএল, ইন্দো-টিবেতান বর্ডার পুলিশ বা আইটিবিটির একটি যৌথ উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করে ৷ 17দিন ধরে সেখানে আটকে থাকার পর 41 জন শ্রমিককে উদ্ধারের অসম্ভব কাজকে সম্ভব করে উদ্ধারকারী দল ৷ 28 নভেম্বর দুপুর 2টোর খানিক আগে ড্রিলিংয়ের কাজ শেষ করেন উদ্ধারকারী দল ৷ পরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে বন্দি 41 জন শ্রমিক বন্দি অবস্থা থেকে মুক্তি পান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.