ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশ, জানালেন বিজেপি'র শীর্ষনেতা - MAHARASHTRA CHIEF MINISTER

23 নভেম্বর ফলাফল ঘোষণা হলেও মুখ্যমন্ত্রী ঠিক হয়নি ৷ রবিবার রাতে বিজেপির এক শীর্ষ নেতা জানান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন ফড়নবিশই ৷

Union MInister Amit Shah with Devendra Fadnavis, Eknath Shinde
মহারাষ্ট্রের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফড়নবীশ এবং শিন্ডের সঙ্গে অমিত শাহ (ছবি: দেবেন্দ্র ফড়নবীশের এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Dec 1, 2024, 10:25 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর: নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশই ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তাঁর নামই চূড়ান্ত ৷ আগামিকাল বা 3 তারিখে একটি বৈঠকে বিজেপি বিধায়ককে দলের নেতা হিসাবে নির্বাচিত করা হবে ৷ রবিবার রাতে এই খবর জানিয়েছেন, বিজেপির এক প্রবীণ নেতা ৷

মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনের মধ্যে 132টিতে জয়ী হয় বিজেপি ৷ এদিকে মহাযুতি জোটের আরেক সদস্য একনাথ শিন্ডের শিবসেনা 57টি এবং অজিত পাওয়ারের এনসিপি 41টি আসনের দখল নেয় ৷ কিন্তু এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, সেনিয়ে টানাপোড়েন চলছিল ৷

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দৌড়ে এগিয়ে থাকলেও শিন্ডে শিবির যে এতে একেবারেই রাজি নয়, তা বোঝা যাচ্ছিল ৷ এনিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে ৷ তিনি অবশ্য জানিয়েছেন যে, নয়া মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, তাতেই তিনি রাজি ৷

এরই মধ্যে এক প্রবীণ বিজেপি নেতা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশের নাম স্থির করা হয়েছে ৷ 2 বা 3 ডিসেম্বর দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠক হওয়ার কথা ৷ সেখানে বিধানসভায় দলের নেতা নির্বাচন করা হবে ৷"

এসবের মাঝে জল্পনা ছড়িয়েছে, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী না হলেও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডে ৷ শিবসেনা (শিন্ডে) স্বরাষ্ট্র দফতর পেতে চায় ৷ একনাথ জানিয়েছেন মহাযুতি জোটের বিজেপি, এনসিপি এবং শিবসেনা একসঙ্গে বসে সরকার গঠনের সিদ্ধান্ত নেবে ৷

মুম্বই, 1 ডিসেম্বর: নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশই ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তাঁর নামই চূড়ান্ত ৷ আগামিকাল বা 3 তারিখে একটি বৈঠকে বিজেপি বিধায়ককে দলের নেতা হিসাবে নির্বাচিত করা হবে ৷ রবিবার রাতে এই খবর জানিয়েছেন, বিজেপির এক প্রবীণ নেতা ৷

মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনের মধ্যে 132টিতে জয়ী হয় বিজেপি ৷ এদিকে মহাযুতি জোটের আরেক সদস্য একনাথ শিন্ডের শিবসেনা 57টি এবং অজিত পাওয়ারের এনসিপি 41টি আসনের দখল নেয় ৷ কিন্তু এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, সেনিয়ে টানাপোড়েন চলছিল ৷

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দৌড়ে এগিয়ে থাকলেও শিন্ডে শিবির যে এতে একেবারেই রাজি নয়, তা বোঝা যাচ্ছিল ৷ এনিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে ৷ তিনি অবশ্য জানিয়েছেন যে, নয়া মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, তাতেই তিনি রাজি ৷

এরই মধ্যে এক প্রবীণ বিজেপি নেতা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশের নাম স্থির করা হয়েছে ৷ 2 বা 3 ডিসেম্বর দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠক হওয়ার কথা ৷ সেখানে বিধানসভায় দলের নেতা নির্বাচন করা হবে ৷"

এসবের মাঝে জল্পনা ছড়িয়েছে, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী না হলেও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডে ৷ শিবসেনা (শিন্ডে) স্বরাষ্ট্র দফতর পেতে চায় ৷ একনাথ জানিয়েছেন মহাযুতি জোটের বিজেপি, এনসিপি এবং শিবসেনা একসঙ্গে বসে সরকার গঠনের সিদ্ধান্ত নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.