ETV Bharat / international

বন্দিদের তালিকা না দিলে যুদ্ধবিরতি নয়, নেতানিয়াহুর সিদ্ধান্তে ফের জট মধ্যপ্রাচ্যে - GAZA CEASEFIRE DELAYED

আদৌ 15 মাসের দীর্ঘ ইজরায়েল-হামাস যুদ্ধের ইতি ঘটবে তো ? প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ফের সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

GAZA CEASEFIRE DELAYED
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ফাইল চিত্র, এএফপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 2:25 PM IST

দেইর অল-বালাহ, 19 জানুয়ারি: ফের বাধা ! চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পরও পিছিয়ে গেল ইজরায়েল ! ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের পর এমনই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ৷ হামাসের তরফে বন্দিদের তালিকা পাঠানো না-হলে, যুদ্ধবিরতি নয় ৷ চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে এমনটাই জানালেন নেতানিয়াহু ৷

মধ্যস্থতাকারী আমেরিকা, কাতার ও মিশরের উপস্থিতি হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয় ৷ ইজরায়েলের মন্ত্রিসভা হামাসদের সমস্ত শর্তও মেনে নেয় শনিবার ৷ চুক্তি অনুযায়ী, ইজরায়েলের স্থানীয় সময় রবিবার সকাল 8টা 30 মিনিটে বন্দিদের মুক্তির কথা জানায় দুই দেশ ৷ প্রক্রিয়া শুরুর কিছুক্ষণ আগে নেতানিয়াহুর দফতর থেকে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয় ৷ ইতিমধ্য়েই, আইডিএফ-কেও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷ অবশ্য় নেতানিয়াহুর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে হামাসের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে তালিকা পাঠাতে দেরি হচ্ছে ৷

GAZA CEASEFIRE DELAYED
তেল আবিবে বন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ ইজরায়েলিদের (এপি)

ইজরায়েল-হামাস সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের এই চুক্তি আগামী 42 দিন পর্যন্ত চলবে ৷ এই পর্যায়ে মোট 33 জন বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানায় হামাস ৷ তাদের মধ্য়ে রবিবার 3 জনকে ছাড়া হবে বলে জানানো হয় ৷ অন্যদিকে, এই পর্যায়ে ইজরায়েলের তরফে 737 জন বন্দিকে ছাড়া হবে বলে জানানো হয় ৷ অবশ্য়, তাদের মধ্যে বেশ কয়েকজনকে নির্বাসিত করা হবে বলে জানায় তেল আবিব ৷ কিন্তু, এদিন, চুক্তি জারি হওয়ার আগে সিদ্ধান্ত বদলে ফেলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷

প্রসঙ্গত, শনিবার ভোররাতে তাঁর বক্তব্যে যুদ্ধবিরতির মধ্যে প্রত্যাঘাতের সম্ভাবনা জিইয়ে রাখেন ইজরায়েলের প্রধানমন্ত্রী ৷ এক ভিডিয়ো বার্তায় নেতানিয়াহু বলেন, "আমরা বন্দিদের নিয়ে চিন্তিত ৷ কথা দিচ্ছি, সমস্ত উপায়ে তাদের ফিরিয়ে আনা হবে ৷ প্রয়োজনে আমেরিকার সাহায্য় নিয়ে আমরা আবার যুদ্ধ করব ৷" তাঁর সেই বক্তব্যের পরই জল্পনা শুরু হয় ৷

গত 2023 সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলায় ইজরায়েলে 1 হাজার 210 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক ৷ অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গাজার ইজরায়েলের পাল্টা হামলার জেরে 46 হাজার 707 মানুষের মৃত্যু হয়েছে ৷ এ ক্ষেত্রেও মৃতদের অধিকাংশই সাধারণ নাগরিক ৷

পড়ুন: প্রয়োজনে প্রত্যাঘাত ! যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

দেইর অল-বালাহ, 19 জানুয়ারি: ফের বাধা ! চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পরও পিছিয়ে গেল ইজরায়েল ! ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের পর এমনই জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ৷ হামাসের তরফে বন্দিদের তালিকা পাঠানো না-হলে, যুদ্ধবিরতি নয় ৷ চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে এমনটাই জানালেন নেতানিয়াহু ৷

মধ্যস্থতাকারী আমেরিকা, কাতার ও মিশরের উপস্থিতি হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয় ৷ ইজরায়েলের মন্ত্রিসভা হামাসদের সমস্ত শর্তও মেনে নেয় শনিবার ৷ চুক্তি অনুযায়ী, ইজরায়েলের স্থানীয় সময় রবিবার সকাল 8টা 30 মিনিটে বন্দিদের মুক্তির কথা জানায় দুই দেশ ৷ প্রক্রিয়া শুরুর কিছুক্ষণ আগে নেতানিয়াহুর দফতর থেকে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয় ৷ ইতিমধ্য়েই, আইডিএফ-কেও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷ অবশ্য় নেতানিয়াহুর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে হামাসের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে তালিকা পাঠাতে দেরি হচ্ছে ৷

GAZA CEASEFIRE DELAYED
তেল আবিবে বন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ ইজরায়েলিদের (এপি)

ইজরায়েল-হামাস সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের এই চুক্তি আগামী 42 দিন পর্যন্ত চলবে ৷ এই পর্যায়ে মোট 33 জন বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানায় হামাস ৷ তাদের মধ্য়ে রবিবার 3 জনকে ছাড়া হবে বলে জানানো হয় ৷ অন্যদিকে, এই পর্যায়ে ইজরায়েলের তরফে 737 জন বন্দিকে ছাড়া হবে বলে জানানো হয় ৷ অবশ্য়, তাদের মধ্যে বেশ কয়েকজনকে নির্বাসিত করা হবে বলে জানায় তেল আবিব ৷ কিন্তু, এদিন, চুক্তি জারি হওয়ার আগে সিদ্ধান্ত বদলে ফেলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৷

প্রসঙ্গত, শনিবার ভোররাতে তাঁর বক্তব্যে যুদ্ধবিরতির মধ্যে প্রত্যাঘাতের সম্ভাবনা জিইয়ে রাখেন ইজরায়েলের প্রধানমন্ত্রী ৷ এক ভিডিয়ো বার্তায় নেতানিয়াহু বলেন, "আমরা বন্দিদের নিয়ে চিন্তিত ৷ কথা দিচ্ছি, সমস্ত উপায়ে তাদের ফিরিয়ে আনা হবে ৷ প্রয়োজনে আমেরিকার সাহায্য় নিয়ে আমরা আবার যুদ্ধ করব ৷" তাঁর সেই বক্তব্যের পরই জল্পনা শুরু হয় ৷

গত 2023 সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলায় ইজরায়েলে 1 হাজার 210 জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক ৷ অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গাজার ইজরায়েলের পাল্টা হামলার জেরে 46 হাজার 707 মানুষের মৃত্যু হয়েছে ৷ এ ক্ষেত্রেও মৃতদের অধিকাংশই সাধারণ নাগরিক ৷

পড়ুন: প্রয়োজনে প্রত্যাঘাত ! যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.