দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাল ভারত ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটির নির্মাতা ডিআরডিও ৷ এর ফলে দেশের সামরিক ক্ষমতা বেড়ে গেল ৷
দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা (ইটিভি ভারত)
নয়াদিল্লি, 17 নভেম্বর:আত্মনির্ভর ভারত ! দেশের প্রতিরক্ষা শক্তিকে কয়েকগুণ বাড়াতে দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল রবিবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয় ৷
এদিনের এই সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ঘটনাটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলের সফস উৎক্ষেপণ করা হয়েছে ৷ সেই সঙ্গে, আরও একটি মাইলফলক অর্জন করেছে দেশ ৷"
রাজনাথ সিং আরও লেখেন, "এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ৷ সফল পরীক্ষার ফলে ভারত উন্নত সামরিক প্রযুক্তি ক্ষমতাসম্পন্ন নির্বাচিত দেশের তালিকায় চলে আসলো ৷" সেই সঙ্গে, দেশের সেনাবাহিনী ও ডিআরডিও-কে অভিনন্দন জানিয়ে 'অসাধারণ' কৃতিত্ব বলে অবিহিত করেছেন তিনি ৷ প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি, ডিআরডিও-এর দলকে শুভেচ্ছা জানান প্রতিরক্ষা দফতরের সচিব ও ডিআরডিও-এর চেয়ারম্যান ৷
এই হাইপারসনিক মিসাইলটি 1500 কিলোমিটারের বেশি দূরত্বে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ৷ ভারতীয় সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সমস্ত ক্ষেত্রেই (স্থল, বায়ু ও নৌ সেনা) ব্যবহারের জন্য এই মিসাইলটি ডিজাইন করা হয়েছে। সূত্রের খবর, এই মিসাইলটি বিভিন্ন দূরত্বের লক্ষ্য বস্তুর ক্ষেত্রেই পরীক্ষা করা হয়েছিল ৷ একাধিক পরীক্ষার পর তার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এই দূরপাল্লার হাইপারসনিক মিসাইলটি নিখুঁভাবে নির্ধারিত লক্ষ্য আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি ডিআরডিওর সহায়তায় হায়দরাবাদের ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।