পঞ্চকুলা, 18 ডিসেম্বর: বিয়ের 43 বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত দম্পতির ৷ আর এই বিচ্ছেদের জন্য প্রায় চার কোটি টাকা স্ত্রীকে দিতে রাজি হয়েছেন স্বামী ৷ হরিয়ানার কর্নাল জেলার এক দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিয়ের 43 বছর পরে তাঁরা আলাদা হতে চেয়েছেন ৷ আর বিয়ে ভাঙায় স্বামী তাঁর স্ত্রীকে এককালীন 3.7 কোটি টাকা দিতেও রাজি হয়েছেন।
হাইকোর্টের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল, তাতে ওই ব্যক্তি তাঁর কৃষি জমি এবং ফসল বিক্রি করে বিবাহবিচ্ছেদের মীমাংসার শর্ত পূরণ করেন। সূত্রের খবর, 69 বছর বয়সি ব্যক্তি তাঁর0 73 বছর বয়সি স্ত্রীয়ের থেকে 18 বছর ধরে আলাদা থাকছিলেন। 1980 সালের 27 অগস্টে বিয়ে হয় তাঁদের ৷ এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলেও আছে। সময়ের সঙ্গে সঙ্গে স্বামী ও স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায় ৷ তারা 2006 সালের 8 মে থেকে আলাদা থাকতে শুরু করেন।