পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

43 বছর পর ভাঙল বিয়ে, প্রায় 4 কোটির খোরপোশ স্বামীর - DIVORCE AFTER 43 YEARS

18 বছর ধরে আলাদা ছিলেন স্বামী-স্ত্রী ৷ শেষমেশ 73 বছরের স্ত্রীর সঙ্গে 69 বছরের স্বামীর বিচ্ছেদ! খোরপোশ বাবদ 3.7 কোটি টাকা দিতে জমি বিক্রি স্বামীর।

DIVORCE AFTER 43 YEARS
18 বছর ধরে আলাদা থাকার পর বিচ্ছেদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

পঞ্চকুলা, 18 ডিসেম্বর: বিয়ের 43 বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত দম্পতির ৷ আর এই বিচ্ছেদের জন্য প্রায় চার কোটি টাকা স্ত্রীকে দিতে রাজি হয়েছেন স্বামী ৷ হরিয়ানার কর্নাল জেলার এক দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিয়ের 43 বছর পরে তাঁরা আলাদা হতে চেয়েছেন ৷ আর বিয়ে ভাঙায় স্বামী তাঁর স্ত্রীকে এককালীন 3.7 কোটি টাকা দিতেও রাজি হয়েছেন।

হাইকোর্টের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল, তাতে ওই ব্যক্তি তাঁর কৃষি জমি এবং ফসল বিক্রি করে বিবাহবিচ্ছেদের মীমাংসার শর্ত পূরণ করেন। সূত্রের খবর, 69 বছর বয়সি ব্যক্তি তাঁর0 73 বছর বয়সি স্ত্রীয়ের থেকে 18 বছর ধরে আলাদা থাকছিলেন। 1980 সালের 27 অগস্টে বিয়ে হয় তাঁদের ৷ এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলেও আছে। সময়ের সঙ্গে সঙ্গে স্বামী ও স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায় ৷ তারা 2006 সালের 8 মে থেকে আলাদা থাকতে শুরু করেন।

প্রথমে তাঁরা কর্নাল পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ৷ স্বামী মানসিক নিষ্ঠুরতার অভিযোগ করলেও আদালত 2013 সালের জানুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান করে। বিষয়টি এরপর হাইকোর্টে যায় ৷ 2024 সালের 4 নভেম্বর মধ্যস্থতার কাজ শুরু হয়। শুনানি চলাকালীন উভয় পক্ষ এবং তাঁদের সন্তানরা 3.7 কোটি টাকার শর্তে মামলার নিষ্পত্তি এবং বিচ্ছেদে সম্মত হয়েছিল।

বন্দোবস্তের অংশ হিসাবে, ওই ব্যক্তি কৃষি জমি বিক্রি করে 2.16 কোটি টাকার ডিমান্ড ড্রাফ্ট দেন। উপরন্তু, আখ এবং অন্য ফসলের আয় থেকে 50 লক্ষ টাকা নগদও দেওয়া হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, স্বামীর মৃত্যুর পরও স্ত্রী এবং সন্তানরা তাঁর সম্পত্তির কোনও দাবি করতে পারবে না। হাইকোর্টের বিচারপতি সুধীর সিং এবং বিচারপতি জগজিৎ সিং বেদীর বেঞ্চ চুক্তি অনুমোদন করে ডিভোর্স চূড়ান্ত করে।

ABOUT THE AUTHOR

...view details