দেওয়াস, 11 জানুয়ারি: বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছিল ৷ বাড়িটির পাশ দিয়ে যাওয়াই দায় হয়ে গিয়েছিল ৷ শেষ পর্যন্ত নাজেহাল হয়ে পুলিশে খবর দেন বৃন্দাবন কলোনির বাসিন্দারা ৷ পুলিশ এসে খোঁজ চালাতেই চক্ষু চড়রকগাছ ৷ ফ্রিজ থেকে মেলে এক মহিলার মৃতদেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
2024 সালের মার্চ মাসে খুন করা হয়েছিল
দেওয়াসের এসপি পুনীত গেহলত জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জয় পাতিদারকে গ্রেফতার করা হয়েছে । সঞ্জয় পাতিদার বিবাহিত ৷ যদিও বাড়িটি ভাড়া নিয়ে গত 5 বছর ধরে প্রতিভা ওরফে পিঙ্কি প্রজাপতির সঙ্গে থাকছিলেন ৷ দু’জনে লিভ-ইন সম্পর্কে ছিলেন । প্রতিভা সঞ্জয়কে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন ৷
সঞ্জয় জানিয়েছে, প্রতিদিন তাকে মানসিকভাবে নির্যাতন করছিলেন পিঙ্কি । তারপরেই সহযোগী বিনোদ দাভের সাহায্যে 2024 সালের মার্চ মাসে প্রতিভাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তারপর লাশটি ফ্রিজে ঢুকিয়ে দেয় তারা । সঞ্জয় এবং তার বন্ধু বিনোদ দাভে উজ্জয়িনের বাসিন্দা ।