কলকাতা, 11 জানুয়ারি: শিয়ালদা স্টেশনে চত্বরে আগুন। শনিবার বিকেল 4টে নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখা ও মেট্রোর প্রবেশপথের মুখে একটি রেস্তরাঁয় আচমকাই আগুন লাগে। রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে জানা গিয়েছে, রেস্তরাঁর রান্নার জায়গা খোলা জায়গায় ৷ সেখানেই প্রথমে আগুন লাগে৷ পরে তা রেস্তরাঁর আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন রেস্তরাঁর চারদিকে ছড়িয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে সেখানে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে।
যদিও দমকলের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নয়তো ফুডকোর্টে একের পর এক দোকান থাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত৷ দমকলের তৎপরতায় সেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল।
ঘটনাস্থলের পিছনে শিয়ালদা রেল হাসপাতাল৷ পাশেই শিয়ালদা দক্ষিণ শাখার প্রবেশপথ৷ একই সঙ্গে সেখানে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রবেশপথ। বিকেলে দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে বাড়ি ফেরেন বহু মানুষ৷ ফলে অগ্নিকাণ্ডের সময় সেখানে অনেকেই উপস্থিত ছিলেন৷ তাই নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ তবে এই আগুনের ঘটনায় প্রশ্ন উঠছে ফুডকোর্টে দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপণ যন্ত্র আছে কি না, সেই নিয়ে৷
উল্লেখ্য, শীতের মরশুমে মহানগরের একাধিক জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি, তিলজলা এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন লেগে পুরো ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সর্বস্বান্ত হন একাধিক পরিবার। তার আগে তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের নিচেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷