নয়াদিল্লি, 28 মার্চ:কংগ্রেস বুধবার লোকসভা নির্বাচনের অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ প্রার্থী তালিকায় আরও 14 জন প্রার্থীর নাম প্রকাশ করেছে ৷ তালিকায় দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের গুনায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে রাও যাদবেন্দ্র সিংকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ অন্যদিকে, বিদিশা আসন থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রতাপ ভানু শর্মাকে প্রার্থী করেছে হাত শিবির। দামোহ থেকে কংগ্রেসের মনোনয়ন পেয়েছেন তারভার সিং লোধি।
উত্তরপ্রদেশের ক্ষেত্রে কংগ্রেস গাজিয়াবাদ থেকে ডলি শর্মা, সীতাপুর থেকে নকুল দুবে, বুলন্দশহর (এসসি) আসন থেকে শিবরাম বাল্মিকি এবং মহারাজগঞ্জ থেকে বীরেন্দ্র চৌধুরীকে মনোনীত করেছে। কংগ্রেসের সোশাল মিডিয়া বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে সম্প্রতি মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল ৷ পরে অবশ্য তা মুছে ফেলা হয় ৷ সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি তাঁকে নিয়ে ৷ গত লোকসভা নির্বাচনে মহারাজগঞ্জ আসনে হেরে গিয়েছিলেন সুপ্রিয়া শ্রীনাতে ৷ তাঁকে এবার আর প্রার্থী করেনি দল ৷ যদিও তাঁকে মহারাজগঞ্জ থেকে ফের প্রার্থী করা হতে পারে বলে জল্পনা ছিল ৷
কংগ্রেস উত্তরপ্রদেশ, তেলেঙ্গানায় চারটি, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডে তিনটি করে আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেসের ঘোষিত মোট প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত 208 জন ৷ ঝাড়খণ্ডে, কংগ্রেস খুন্টি আসন থেকে কালীচরণ মুন্ডা, লোহারদাগা (এসটি) থেকে সুখদেও ভগত এবং হাজারিবাগ আসন থেকে জয় প্রকাশভাই প্যাটেল লড়াই করছে ৷ তেলেঙ্গানায়, দলটি আদিলাবাদ থেকে আথরাম সুগুনা, নিজামবাদ থেকে তাতিপার্থী জীবন রেড্ডি, মেদক থেকে নীলম মধু এবং ভঙ্গির থেকে চামলা কিরণ কুমার রেড্ডিকে প্রার্থী করেছে। উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, গোয়া এবং ঝাড়খণ্ডে দলের লোকসভা নির্বাচনের প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের শীর্ষ নেতারা বৈঠকে বসেন ৷ এরপরই 14 প্রার্থীর নাম ঘোষণা করেছে দল ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, পার্টির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং সিনিয়র নেতা অম্বিকা সোনি, মধুসূদন মিস্ত্রি, উত্তম কুমার রেড্ডি এবং সালমান খুরশিদ-সহ এর কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। যদিও আমেঠি এবং রায়বরেলির হাই-প্রোফাইল আসন নিয়ে এখনও সাসপেন্স অব্যাহত।
উত্তরপ্রদেশের এই দুই আসন সম্পর্কে জানতে চাইলে রাজ্য কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, "এই দুই সংসদীয় আসন নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা এই আসনগুলির (আমেঠি এবং রায়বরেলি) বিষয়ে ইতিমধ্যেই আমাদের মতামত জানিয়েছিলাম। এখন সিদ্ধান্ত নেওয়া নেতৃত্বের উপর নির্ভর করছে ৷" গত সপ্তাহে সিইসি বৈঠকের পরে অজয় রাই বলেছিলেন, "আমরা আমাদের প্রস্তাব দিয়েছি যে, গান্ধি পরিবারের সদস্যদের আমেঠি এবং রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ৷ কারণ সেখানকার জনগণের এটাই দাবি। এখন, এটি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।"