হায়দরাবাদ, 23 মার্চ: একদিন পরেই রঙের উৎসব ৷ দোলে মেতে উঠবেন দেশবাসী ৷ শুধু ভারতে নয়, বিদেশেও পালিত হবে হোলি ৷ নানা রঙে নিজেদের রাঙিয়ে তুলবেন সকলে ৷ দোলের আনন্দ উৎসবে এবারের বাড়তি পাওনা চন্দ্রগহণ ৷ সোমবার পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী ৷ এতেই উচ্ছ্বসিত হয়ে পড়লেন ৷ সবুর করুন, কারণ এরপরে পূর্ণ চন্দ্রগ্রহণ রয়েছে ৷ তার জন্য 8 এপ্রিল নজর রাখতে হবে আকাশে ৷
ভারতে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে?
25 মার্চ হোলির সঙ্গে চন্দ্রগ্রহণ দেখার জন্য প্রস্তুত । তবে ভারতবাসীর জন্য মন খারাপ করা খবর ৷ এই মহাজাগতিক সৌন্দর্য্য দেখা যাবে না ভারতে ।
পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণের সময়
ভারতীয় সোমবার সকাল 10টা 23 মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ ৷ বেলা 3টে 1 মিনিটে শেষ হবে ৷ চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে 4 ঘণ্টা 36 মিনিট । এই সময়ের মধ্যে ভারতে দিন ফলে দেশবাসী চন্দ্রগ্রহণ না দেখতে পেলেও বিদেশে দেখা যাবে ৷
পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ কী?
পেনামব্রাল চন্দ্রগ্রহণে চাঁদ সূক্ষ্মভাবে পৃথিবীর ক্ষীণ বাইরের ছায়া পেনাম্ব্রার মধ্য দিয়ে অতিক্রম করে ৷ এটিকে একটি সূক্ষ্ম ম্লান করে দেয় ৷ তবে স্বর্গীয় দৃশ্যটি খালি চোখে দেখা যায় না ।
পূর্ণ চন্দ্রগ্রহণ কী?
পূর্ণ চন্দ্রগ্রহণে পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সারিতে চলে আসে ৷ এর ফলে পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে একটি অত্যাশ্চর্য স্বর্গীয় দৃশ্য তৈরি করে, যা চাঁদকে সাময়িকভাবে ম্লান করে দেয় । সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ একটি মায়াময় লালচে আভায় পরিণত হতে পারে ৷ এটিকে প্রায়ই 'ব্লাড মুন' বলা হয় ।
কোন দেশে দোলে দেখা যাবে চন্দ্রগ্রহণ?
মহাজাগতিক দৃশ্যটি ইউরোপের স্কাইলাইন থেকে উত্তর আমেরিকার ল্যান্ডস্কেপ পর্যন্ত দেখা যাবে । জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণটি ইউরোপ, উত্তর/পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা-সহ অগণিত দেশগুলিতে দৃশ্যমান হবে ।
আরও পড়ুন:
- অর্ধশতক পর হোলিতে বাড়ছে তাপামাত্রার পারদ, বলছে সমীক্ষা
- বিশ্ব আবহাওয়া দিবসে আসুন আরও বেশি সচেতন হই
- চুটিয়ে খেলুন দোলের রঙ, চুলের সৌন্দর্য বজায় রাখুন এভাবে