পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 লক্ষ ঘুষ দিলেই জেল-মুক্তি! ন্যায় সংহিতায় প্রথম এফআইআর সিবিআইয়ের - CBI First FIR under BNS

CBI Registers First FIR under BNS: ব্রিটিশ যুগের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি-র বদলে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে দেশজুড়ে ৷ 4 জুলাই বিএনএসের আওতায় প্রথম এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ দিল্লির দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু হল ৷

CBI registers FIR under BNS against 2 police officers
ভারতীয় ন্যায় সংহিতার অধীনে প্রথম এফআইআর করল সিবিআই (প্রতীকী চিত্র)

By PTI

Published : Jul 4, 2024, 10:08 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই:ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর প্রথম এফআইআর দায়ের করল সিবিআই ৷ বৃহস্পতিবার দিল্লির 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিএনএসের আওতায় এফআইআর দায়ের করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তিহাড় জেলে কারাবাসে থাকা এক বন্দির কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করেছেন ৷ এই বিপুল অর্থের পরিবর্তে ওই বন্দিকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লি পুলিশের দুই আধিকারিক ৷ 1 জুলাই থেকে দেশজুড়ে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি-র বদলে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস লাগু হয় ৷ এরপরই নতুন আইনে মামলা দায়ের করল সিবিআই।

সরকারি সূত্রের খবর, দুই হেড কনস্টেবল রবীন্দ্র ঢাকা এবং প্রবীণ সাইনি মৌরিস নগরের নারকোটিক্স সেলে কর্মরত ৷ বুধবার সন্ধ্যায় সিবিআই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ তাঁদের দু'জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপরাধ এবং ঘুষ নেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে ৷

2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তিহাড় জেল থেকে এক ব্যক্তির মুক্তিতে সাহায্য করবে বলে কথা দিয়েছিলেন ৷ তার পরিবর্তে 10 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন অভিযোগকারীর কাছ থেকে ৷ তাঁর ভাই তিহাড় জেলে বন্দি রয়েছেন ৷ ওই ব্যক্তির কাছ থেকে এনআরএক্স ড্রাগস পাওয়া গিয়েছিল ৷ এটি নথিভুক্ত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না ৷ তবে অভিযোগকারী সিবিআই-এর কাছে দাবি করেছে, তাঁর ভাইয়ের কাছ থেকে এনআরএক্স ড্রাগস মেলার বিষয়টি অসত্য ৷

সিবিআই-এর অভিযোগ, দুই হেড কনস্টেবল রবীন্দ্র ঢাকা এবং প্রবীণ সাইনি অভিযোগকারীকে জানায়, তিনি 10 লক্ষ টাকা দিলে তাঁরা ওই এনআরএক্স ড্রাগের ভুয়ো বিল জোগাড় করে দেবেন ৷ সেই বিল সংশ্লিষ্ট আদালতে পেশ করলে আদালত তা পরীক্ষা করে দেখার নির্দেশ দেবে ৷ তখন তাঁরা দু'জন ওই ভুয়ো বিলগুলিকে আদালতে আসল বিল বলে উল্লেখ করবেন ৷ এর ফলে তিহাড় জেলে বন্দি থাকা ভাই ছাড়া পেয়ে যেতে পারেন ৷ এমনকী হেড কনস্টেবল রবীন্দ্র ঢাকা অভিযোগকারী এও জানিয়েছিলেন যে, তদন্তকারী আধিকারিককে 2.50 কোটি টাকা দিলে মামলাটি মিটিয়ে নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details