আগ্রা, 3 ডিসেম্বর: তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ৷ মঙ্গলবার উত্তরপ্রদেশ পর্যটনের আঞ্চলিক কার্যালয়ে আগ্রায় এই প্রেমের সৌধ উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে ৷ সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয় ৷ বম্ব নিষ্ক্রিয় স্কোয়াড, ডগ স্কোয়াড তল্লাশি শুরু করে ৷ কিন্তু, তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷ পরে পুলিশের এক কর্মকর্তা জানান, এটি ভুয়ো ইমেল ছিল ।
তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরেব আহমেদ বলেন,"তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসার পর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ কমপ্লেক্সটিকে ঘিরে ফেলে ৷ দ্রুত পদক্ষেপ করা হয় । বম্ব নিষ্ক্রিয় স্কোয়াড দ্রুত স্ক্যানিং শুরু করে ৷ তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷" তবে সন্দেহজনক কিছু না-মিললেও তাজমহল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ৷
মঙ্গলবার সকালে ইউপি ট্যুরিজমের উপ-পরিচালক দীপ্তি ভাতস জানান, ইমেলের মাধ্যমে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল । সঙ্গে সঙ্গে, তথ্যটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুলিশ এবং সিআইএসএফ-কে জানানো হয় ।